টিম ইন্ডিয়ার দুই তরুণ ব্যাটার ইশান কিষান ও শ্রেয়স আইয়ারের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকায় দ্রুতই শোরগোল ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ইতিমধ🌞্যেই বিসিসিআই আধিকারিক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকারা নিজেদের অবস্থান সামনে এনেছেন এই প্রসঙ্গে। অধিকাংশই সমর্থন করেছেন ভার🥂তীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে এবং জানিয়েছেন যে দেশের প্রতিটা ক্রিকেটারেরই রঞ্জি ট্রফি খেলা উচিত।
এবার এই প্র♏সঙ্গে মুখ খুললেন প্রাক্তন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। বলꩵা যায়, একপ্রকার বোর্ডের দিকেই আঙুল তোলেন তিনি। তারকা উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একেবারেই উচিত নয় কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে জোর করা। যদিও এরপরেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দিনের শেষে সবকিছু বিসিসিআইয়ের উপর নির্ভর করছে এবং এটি সম্পূর্ণ ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার।
ঋদ্ধিমান সাহা বলেন, 'দেখুন আপনি যদি আমাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন, তাহলে আমি একটাই কথা বলব যে কাউকে কোনদ♔িনও কিছু জোর করে করানো উচিত নয়। কেউ যদি না চায়, তাহলে তাকে জোর করে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করাটা একেবারেই ঠিক হবে না। কিন্তু হ্যাঁ, দিনের শেষে এটা সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভর করছে এবং এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার। একটা ক্রিকেটারের কাছে যে কোনও ম্যাচই গুরুত্বপূর্ণ হতে পারে। আমি যখনই ফিট থাকি, আমি চেষ্টা করি কোনও না কোনও ম্যাচ খেলার, সে নিজের ক্লাবের হয়ে হোক কি নিজের রাজ্যের হয়ে। তবে হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটেরও গুরুত্ব রয়েছে। যদি সরফরাজ খানকেই উদাহরণ হিসেবে ধরা হয়, তাহলে আমরা সকলেই জানি যে গত ৪-৫ বছরে ও ঘরোয়া ক্রিকেটে কেমন পারফর্ম করেছে। ও প্রচুর রান করেছে বলেই ও এতো সফল এবং জাতীয় দলে জায়গা পেয়েছে।'
উল্লেখ্য, ইশান কিষান ও শ্রেয়স আইয়ারের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকা প্রসঙ্গে এর আগে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রেভ স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, 'যখন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়, তখন রঞ্জি ট্রফি খেলাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। শ্রেয়স আইয়ার ও ইশান কিষান দুজনেরই বয়স কম। তবে সত্যি বলতে গেলে ইশাননের রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্তে আমি রীতিমতো চমকে গেছি। ও দলের সঙ্গে সমস্ত ফরম্যাটেই থাকে। আইপিএলেও একটা বড় চুক্তি পেয়েছে ইশান। সত্যি আমি বুঝে উঠতে পারছি না ঠিক কি কারনে ও এমন সিদ্ধান্ত নিলো। ওর মতো একজন প্রতিভাবান ক্রিকেটার এমন কাজ করবে আমি জীবনেও ভাবত✤ে পারিনি। যখন দলের সঙ্গে সব ফর🐈ম্যাটেই যুক্ত তখন তোমাকে যা করতে বলা হবে সেটা করতেই হবে।'