বেঙ্গল প্রো টি-২০ লিগের সেমিফཧাইনালে হেরে ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা-সুদীপ চট্টোপাধ্যায়রা। শেষ চারের লড়াইয়ে সুদীপ ঘরামির মুর্শিদাবাদ কিংসের কাছে হার মানে ঋদ্ধিদের মেদিনীপুর উইজার্ডস। ফলে ইডেনে শুক্রবারের ফাইনালে দেখা যাবে মুকেশের স্ম্যাশার্স মালদা বনাম ঘরামির মুর্শিদাবাদ কিংসের লড়াই।
বুধবার ইডেনের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মেদিনীপুর উইজার্ডস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন প্রিয়াংশু শ্রীবাস্তব। ৩৫ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ঋদ্ধিমান সাহা করেন ৩০ বলে ৩২ রান। তিনি ৩টি♏ চার মারেন।
২০ বলে ২৭ রান করেন বিবেক সিং। তিনি ৫ট✅ি চার মারেন। ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায় ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। ১৩ বলে ১৩ রান করেন দীপক মাহাতো। তিনি ২টি চার মারেন। ১০ বলে ১৬ রান করেন গৌরব চৌহান। তিনিও ২টি চার মারেন। মুর্শিদাবাদ কিংসের হয়ে ৩৬ রানে ২টি উইকেট নেন সুখমিত সিং। ১টি করে উইকেট দখল করেন নীতীন বর্মা, ইরফান আফতাব, তৌফিক মণ্ডল ও দিলশাদ খান।
জবাবে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কিংস ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৫ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠে মুর্শিদাবাদ। ওপেনার কৌশিক ঘোষ করেন ৪১ বলে ৪৫🍨 রান। তিনি ৬টি চার মারেন। ১৬ বলে ২৮ রান করেন আদিত্য পুরোহিত। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন সুদীপ ঘরামি ৭ বඣলে ৪ রান করে আউট হন। ১৬ বলে ২০ রান করেন শুভম দে। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। অগ্নিভ পান ২৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মারেন। সুখমীত ১০ ও তৌফিক ১২ রানের যোগদান রাখেন। তৌফিক ২টি বল খেলে ২টি ছক্কা হাঁকান।
মেদিনীপুর উইজার্ডসের হয়ে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন বৈভব যাদব। ২১ রানে ২টি উইকেট নেন গৌরব চৌহান। উইকেট পাননি কৌশিত মাইতি, দীপক কুমার, আকাশ বিশ্বাসরা। ম্যাচের সেরা ক্রিকেটার🉐ের পুরস্কার জেতেন মুর্শিদাবাদ কিংসের ওপেনার কৌশ෴িক ঘোষ।