শুভব্রত মুখার্জি: গত আইপিএল থেকেই ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জসওয়াল। তার পুরস্কারস্বরূপ তিনি জাতীয় দলেও জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স ছিল তাঁর। এশিয়ান গেমসেও ভারতের হয়ে সোনা জিতেছেন তিনি। সব মিলিয়ে বেশ ভালো ফর্মেই রয়েছেন যশস্বী। বর্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতমানে তিনি ভারতীয় দলের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানেই তিনি চলতি টি-২০ সিরিজের তৃতীয় টি-২০'তে করেছেন অর্ধশতরান। আর এই অর্ধশতরান করেই তিনি জায়গা করে নিয়েছেন ভারতের হয়ে টি-২০'তে নজিরগড়া ক্রিকেটারদের তালিকাতে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের হয়ে কনিষ্ঠতম অর্ধশতরানকারীদের তালিকায় জায়গা করে নিয়েছে তিনি। তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। তিনি ২০০৭ সালে দক্ষিণ আ༺ফ্রিকার বিরুদ্ধে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে অর্ধশতরান করেছিলেন। সেই সময়ে তাঁর বয়স ছিল ২০ বছর ১৪৩ দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন উথাপ্পা। তিনি ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২১ বছর ৩০৭ দিন বয়সে করেছিলেন অর্ধশতরান। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ বছর ৩৫১ দিনে অর্ধশতরান করে তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন যশস্বী জসওয়াল।তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফের রোহিত শর্মা। তিনি ২০১১ সালে ২৩ বছর ২৫৪ দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন অর্ধশতরান।
এ দিন জোহানেসবার্গে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জসওয়াল। দুরন্ত আক্রমণাত্মক একটি ইনিংস উপহার দেন তিনি। মাত্র ৪১ বলে করেন ৬০ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছক্কা দিয়ে। ১৪৬.৩৪ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। তাবরেজ শামসির বলে ছক্কা মারতে গিয়ে রিজা হেনড্রিক্সের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।🦂 এছাড়াও ভারতের হয়ে এদিন দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি এ দিন মারকাটারি শতরান করেন। মাত্র ৫৬ বলে করেন শতরান। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে করে ২০১ রান। এর জবাবে মাত্র ১৩.৫ ওভারেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস এই সময়ে তারা মাত্র ৯৫ রানেই অল আউট হয়ে যায়। মোট ১০৬ রানে ম্যাচটি জিতে নেয় ভারত। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরের টি টোয়েন্টি সিরিজটি ১-১ করে সূর্যকুমার যাদবের ভারতীয় দল।