অস্ট্রেলিয়ান টিভিতে তাচ্ছিল্য করায় সঞ্জয় মঞ্জরেকরকে পালটা আক্রমণ শানালেন বিনয় কুমার। পার্থ টেস্টের কমেন্ট্রির মধ্যে বিনয়ের মতো ও‘১২০ কিলোমিটারের বোলার’ মন্তব্যের জন্য মঞ্জরেকরকে নিশানা করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন পেসার। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিনিই যে আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন, সেটা স্মরণ করিয়ে দিয়ে রীতিমতো কড়া ভাষায় বিনয় বলেন, 'সঞ্জয় ভাই, যাবতীয় সম্মান রেখেই বলছি যে আপনার স্পিডগানের অবিলম্বে সার্ভিসিং প্রয়োজন আছে।'
সেখানেই থামেননি ভারতের প্রাক্তন পেসার বিনয়। তিনি বলেন, 'ঈশ্বরের আশীর্বাদে আমি যা কিছু অর্জন করেছি, তাতে সন্তুষ্ট এবং আনন্দিত আমি।𒅌 অনেক পরিশ্রম করে বিনয় কুমারের মতো মিডিয়াম পেসার প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব ♔অর্জন করেছে। আর দেশের হয়ে সব ফর্ম্যাটে খেলেছে। আমি আমি আমার নিজের বোলিং নিয়ে গর্বিত। যাই হোক, শুভকামনা রইল।'
আর তিনি যে এরকম চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন, সেটার নেপথ্যে আছে মঞ্জরেকরের একটি মন্তব্য। পা♚র্থ টেস্টের মধ্যে মার্ক নিকোলাস এবং রাসেল আর্নল্ডের সঙ্গে ধারাভাষ্যের সময় মঞ্জরেকর বলেছিলেন, 'বিনয় কুমারকে কোনও অসম্মান করছি না। কিন্তু বিনয় কুমারের মতো মিডিয়াম পেসাররা উইকেট তালিকার শীর্ষে থাকত, কারণ ওদের (ঘরোয়া ক্রিকেটে) পিচে স্রেফ ঘাসের প্রয়োজন হত। ওর ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগের বল ঠিক🐼 জায়গায় রাখত। আর উইকেট পেয়ে যেত।'
'মঞ্জরেকর সমালোচনা করেছেন মানেই কিংবদন্তি'
সেই মন্তব্যেইꦬ চটে গিয়েছেন বিনয়। সরাসরি সোশ্যাল মিডিয়ায় নিশানা করেছেন মঞ্জরেকরকে। পাশে পেয়েছেন নেটিজেনদের একাংশকেও। এক নেটিজেন বলেন, 'এটা (মঞ্জরেকরের মন্তব্য) আসলে আশীর্বাদ। যে যে খেলোয়াড়ের সমালোচনা করেছেন সঞ্জয়, তাঁরা কিংবদন্তি হয়ে উঠেছেন। মনে আছে, উনি জাদেজাকে বিট অ্যান্ড পিসেস (আধা-আধা) খেলোয়াড়রা বলেছিলেন। ঋষভ পন্তকে ধাঁধা বলেছিলেন। আর আজ দু'জনেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠেছেন।'
অপর এক নেটিজেন বলেন, 'সঞ্জয় মঞ্জরে🍷করের শিক্ষা হওয়া উচিত। আর নিজের কথা বলার ধরণ সꦑংশোধন করা উচিত।' একজন আবার বলেন, 'এই শেষবারের মতো সঞ্জয় মঞ্জরেকরকে কেউ পালটা দিলেন না। ওঁনার এরকমই ব্যবহার প্রাপ্য, কারণ উনি অত্যন্ত পক্ষপাতিত্ব করেন।'