অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন। পরের ম্যাচেই শতরান করলেন অভিষেক শর্মা। এক দিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পর পর তিনটি ছক্কা মেরে শতরান করলেন তিনি। ভারতের হয়ে সব থেকে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে শতরানের রেক𒉰র্ড গড়লেন অভিষেক। এটি তাঁর দ্বিতীয় ইনিংস ছিল। সেই ম্যাচেই শ൲তরান করলেন তিনি।
শুভমনের ব্যাটেই ভাগ্য ফিরল
আর সেঞ্চুরি হাঁকানো ম্যাচের পর অবাক করা দাবি করলেন অভিষেক। বলে দেন, রানের দরকার পড়লেই তিনি শুভমনের ব্যাট নিয়ে খেলেন। ম্যাচের সেরা হওয়ার পর অ👍ভিষেক বলেছেন, ‘এই ম্যাচে আমি শুভমনের ব্যাট নিয়ে খেলেছি এবং আগেও এরকমটা করেছি। যখনই আমার রানের প্রয়োজন হয়, আমি ওর ব্যাট চেয়ে নিই। এমন কী আইপিএলেও, আমি ওর থেকে ব্যাট চেয়ে নিতাম। এবং এই ম্যাচেও ও আমাকে তার ব্যাট দিয়েছে। আমি মনে করি, এর জন্যই সবটা ভালো হয়েছে।’
আরও পড়ুন: ওডিআই এবং টেস্🍒টে রোহিতই অধিনায়ক, WTC ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোষণায় বোঝালেন জয় শাহ
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিষেক আরও বলেছেন, ‘আমার দৃষ্টিভঙ্গি সব সময়েই একই থাকে। প্রথম বল থেকেই আমি মেরে খেলি। আর দিনটা যদি আমার হয়, তবে তো এভাবেই খেলি। আর দিনটা আমার না হলেও, চাপ নꦯিই না। কারণ আমি অনেক অনুশীলন করি এবং খেলাটি উপভোগ করার চেষ্টা করি।’
আরও পড়ুন: ধোনির জন্মদিনের সেলিব্রেশনের কেক খেতে মাঝরাতে হাজির সলমন খান, ভিডিয়ো কলে শ🐓ুভেচ্ছা জানালেন রুতুরাজ
তিনি যোগ করেছেন, ‘আমি অনুভব করেছি যে, যদি আপনার দিন হয় তবে আপনার নিজেকে প্রকাশ করা উচিত। জীব൲ন দান পাওয়ার পরে, আমি ভেবেছিলাম যে, দিনটা আমার ছিল এবং আমার দায়িত্ব নেওয়া উচিত।’
লম্বা ছক্কা মারার কৃতিত্ব বাবার
বাঁ-হাতি ওপেনার ছয় মারার ক্ষমতার জন্𒆙য তাঁর বাবাকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, ‘আমার বাবা ছোট থেকে আমাকে বড় শট মারার কথা বলতেন। পাশাপাশি বলতেন যে, যদি একটি উঁচু শট খেলতে চাও, তবে তা সীমানার বাইরে যেতে হবে।’
৩ বলে এদিন অর্ধশতরান করেন অভিষেক। তার পরে প্রথম গিয়ার থেকে সরাসরি পঞ্চম গিয়ারে চলে যান অಌভিষেক। ডিয়ন মেয়ার্সের এক ওভারে নেন ২৮ রান। সেই শুরু। মাত্র ১৩ বলে ৫০ থেকে ১০০ রানে পৌঁছলেন অভিষেক। পর পর তিন বলে তিনটি ছক্কা মেরে মাত্র ৪৬ বলে শতরান করেন তিনি। ভারতের হয়ে অভিষেকের পরে সবচেয়ে কম ইনিংসে শতরান করলেন আইপিꦗএলে নজরকাড়া ব্যাটার। অভিষেক শর্মা প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন।