ব্যাট করার সেভাবে সুযোগ পাননি। আর পেলেও নজর কাড়তে পারেননি। কিন্তু ফিল্ডিংয়ে নজর কেড়েছেন রিঙ্কু সিং। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে জয় পায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা ৪-১ ব্যবধানে সিরিজ পকেটে পোরে। এর পরেই ভারতীয় ড্রেসিংরুমে নতুন ধারা মেনে সেরা ফিল্ডারের হাতে পদক তুলে দেওয়া হয়। আর পঞ্চম টি২০-র পর সেই পদকটি পান রিঙ൩্কু সিং।
সোমবার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে সিরিজে সেরা ফিল্ডারের জন্য পদক তুলে দেওয়া হয় রিঙ্কুর হাতে। কোচ ভি🗹ভিএস লক্ষ্মণ সফরের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষকে সেরা ফিল্ডার বেছে নিতে বলেন।
আরও পড়ুন: কতদিন খেলবেন ওড🎃িআ🍌ই ও টেস্ট? আমেরিকায় গিয়ে ঘোষণা করলেন রোহিত শর্মা!
পদক দেওয়ার আগে, প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপের একটি ভিডিয়ো বার্তা শেয়ার꧙ করেছিলেন শুভদীপ ঘোষ। সেই ভিডিয়োতে টি দিলীপ ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ে সেরাটা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্য রাখার কথা বলেছিলেন।
সেরা ফিল্ডারের পুরস্কারটি রিঙ্কু সিংকে দেওয়া হয়েছিল। এবং ভিভিএস লক্ষ্মণ পদকটি রিঙ্কুর হাতে তুলে দেন। আর এই পদক পাওয়া পর রিঙ্কু যখন নিজের বক্তব্য রাখতে যাচ্ছিলেন, তার আগে ভারতীয় লেগ-স্পিনার রবি বিষ্ণ🐲োই তাঁকে একটি স্টুল দিয়েছিলেন, যার উপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন কেকেআর তারকা।
আরও পড়ুন: স্বার্থপর, কখনও ভা✱লো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তী🍬ব্র আক্রমণ নেটপাড়ার
রিঙ্কু সিং যে ভারতের অন্যতম সেরা ফিল্ডার, তা বলার অপেক্ষা রাখে না। জিম্বাবোয়ে সফরে তাঁর অনবদ্য ফিল্ডিং দেখা গিয়েছে। বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। প্রত♛ি ম্যাচে তাঁর ফিল্ডিংয়ে অবদান সকলের নজরে পড়েছে।
রিঙ্কু বলেন, ‘প্রথমেই বলব, সবটা ঈশ্বরের পরিকল্পনা। সবার সঙ্গে খেলতে পেরে খুব ভালো লেগেছে, এটা আমার চতুর্থ বা পঞ্চম সিরিজ, তাই খুব ভা⛄লো লাগছে। আমি ব্যাটিংয়ের চেয়ে ফিল্ডিং বেশি পছন্দ করি এবং আমি ফিল্ডিং অনেক উপভোগ করি, এমন কী দৌড়তেও অনেক বেশি উপভোগ করি। স্প্রিন্ট না চালালে শরীর খুলবে না।’