দলের মধ্যে বড় বিদ্রোহের মু﷽খে প্রয়াত রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। তাঁর বিরুদ্ধে লোকসভা ভোটের টিকিট বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে দলের নেতারাই। এই বিদ্রোহীদের মধ্যে এক প্রাক্তন সাংসদ এবং এক প্রাক্তন༺ বিধায়ক রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই প্রতিবেদন অনুযায়ী, লোক জন꧅শক্তি পার্টির (রামবিলাস) ২২ জন নেতা বুধবা𒐪র চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে লোকসভার টিকি ‘বিক্রি’ করার অভিযোগে দলত্যাগ করেছেন। যা অনেকেই কল্পনাও করতে পারেননি।
প্রাক্তন সাংসদ রেণু কুশওয়াহা,দল থেকে পদত্যাগ করার পর ব𒀰লেন, ‘বাইরের লোকের পরিবর্তে দলের কর্মীদের টিকিট দেওয়া উচিত। দলের প্রতি আমাদের নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করতে আ༒সিনি।’
আরও পড়ুন। ‘জেল কি তালে টুটেঙ্গে,’ তিহাড় থেকে বেরিয়েই গাড়ির মাথায় উঠ💟ে স্লোগান সঞ্জয় সিংয়ের
প্রাক্তন বিধায়ক এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার বলেন, ‘আমরা তাঁর (চিরাগ পাসওয়ান) মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম যে তিনি বিহারের ভবিষ্যৎ বদলে দেবেন। কিন্তু টিকিট বিতরণে সমস্ত দলের♛ কর্মীরা হতবাক। লোকসভার টিকিট এমন মানুষকে দেওয়া হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি।’