পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা চলছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই ফলাফল দেখা যাচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন বৈদ্যুতিন চ্যানে🥂লেও দেখানো হচ্ছে পাঁচ রাজ্য🐼ের বিধানসভা ভোটের ফলাফল। এবিপি আনন্দেও (ABP Ananda) ভোটের ফলাফল দেখতে পারবেন আমজনতা।
উত্তরপ্রদেশের প্রাথমিক ট্রেন্ড: ৪০𒈔৩ আসন-বিশিষ্ট উত্ত🐼রপ্রদেশ বিধানসভায় 'ডবল সেঞ্চুরি' বিজেপির। সেইসঙ্গে ‘ম্যাজিক ফিগার’ পার করেছে গেরুয়া শিবির। বিজেপি ২৩৯ টি আসনে এগিয়ে। সমাজবাদী পার্টি জোট এগিয়ে ১০৪ টি আসনে। সাতটি করে আসনে এগিয়ে কংগ্রেস এবং বিএসপি।
পঞ্জাবের প্রাথমিক ট্রেন্ড: পঞ্জাবে𝔉 ম্যাজিক ফিগার পার করে ফেলেছে আম আদমি পার্টি (আপ)। ‘পরিবর্তনের' ♚হাওয়ায় ১১৭ আসন-বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৮৩ টি আসনে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কংগ্রেসে কার্যত ডুবে গিয়েছে।
গোয়ার প্রাথমিক ট্রেন্ড: প্রাথমিক ট্রেন্ডে ‘ম্যাজিক ফিগার’ পার করে ফেলেছে বিজেপি। ১১ টি আসনে এগিয়ে কংগ্রেস। ⛄তৃণমূল কংগ্র🎀েস এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) জোট এগিয়ে তিনটি আসনে।
উত্তরাখণ্ডের প্রাথমিক ট্রেন্ড: প্রাথমিকভাবে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপি ক্রমশ এগিয়ে যাচ্ছে।🤡 ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে গিয়েছে গেরুয়া শিবির। আপাতত ৪৪ টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে মাত্র ২০ টি আসনে।
মণিপুর প্রাথমিক ট্রেন্ড: মণিপুরে ১৪ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ২৩ টি আসনে এগিয়ে আছে বিজেপি। সেখানেꦦও এককভাবে ক্ষমতা দখলের পথে এগিয়ে চলেছে গেরুয়া শিবির।