৪ পুরনিগমে জয়ী হওয়ার পরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শিলিগুড়ির জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তৃণমূল নেতারা তো বটেই আজ শিলিগুড়ির উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে দেখা গিয়েছে বিজেপি নেতাদেরও। তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যেখানে দেখা গিয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ দশরথ তিরের মতো বিজেপি নেতাদের। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কলকাতায় থাকার কারণে তিনি সে বৈঠকে যোগ দিতে পারেননি। তবে এভাবে বিজেপি নেতাদের মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও বিজেপি নেতাদের বক্তব্য এই বৈঠক আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বৈঠক। তাঁরা যেহেতু আদিবাসী নেতা তাই এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক শেষে মমতা বলেন, ‘আজ পরিষদের বৈঠক ছিল। মুখ্যসচিব, সমস্ত আধিকারিক এবং উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। আদিবাসীদের সমাজ এগিয়ে চলুক।’প্রসঙ্গত এই প্রথমবার শিলিগুড়ি পুরনিগমে ফুল ফোটাতে পেরেছে তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি পুরনিগমে ৪৭ টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে জিতেছিল বিজেপি। তবে এই প্রথমবার ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ৩৭ টি দখল করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পরেই উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়ির ভাবি মেয়ের গৌতম দেবকে শিলিগুড়িকে কলকাতার মত করে তোলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, শিলিগুড়ির সঙ্গে প্রতিবেশী রাজ্য গুলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করারও নির্দেশ দিয়েছেন।