সামনে রয়েছে পুরসভা ভোট। তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে তৃণমূল। এই লক্ষ্যে সম্প্রতি চা বাগানে তৃণমূলের ট্রেড ইউনিয়ಌনগুলোকে এক ছাতার তলায় এনেছে তৃণমূল। এবার রাজ্যের চা বাগান শ্রমিক ইউনিয়নে যোগদান করলেন সিটু নেতা রবিন রাই। এর ফলে শ্রমিক সংগঠন আরও মজবুত হয় বলে মনে করছে তৃণমূল।
শুক্রবার রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান কর𒅌েছেন। তাঁর সঙ্গে যোগদা🌞ন করেছেন প্রায় ৫০ জন শ্রমিক। এর জন্য শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তারা যোগদান করেছেন বলে তৃণমূল সূত্রের খবর।
মলয💞় ঘটক ছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক এবং তৃণমূল নেতা গৌতম দেব। ছিল🌸েন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীও অনুষ্ঠানে যোগ দেন।
প্রসঙ্গত আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল রবিন রাইয়ের বিরুদ্ধে। তারপর তাকে দল থেকে বহিষ্কার করে বামেরা। এই অবস্থায় তꦯৃণমূলে যোগ দিলেও তাতে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে রাজি নন বাম নেতারা। তাদের বক্তব্য, যে নেতার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর দলে না থাকাই ভালো। তবে বর্ষীয়ান এই সিটু নেতা তৃণমূলে যোগ দেওয়ার ফলে উত্তরবঙ্গে দলের শ্রমিক সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছেন তৃণমূল নেতারা।