দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা মিলিয়ে ১৭৭টি ওয়ার্ড রয়েছে। দিলীপ গড়ে শূন্য BJP, অধিকারী পাড়াতেও ধরাসায়ী পদ্ম।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দুই বছর পর ফের পুরভোট অনুষ্ঠিত হয় রাজ্য। গত রবিবার ইভিএমে জমা পড়ে জনসাধারণের মত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই পুরভোট ছিল কতকটা ‘ইউনিট টেস্ট’-এর মতো। একটা সময়ে যে মেদিনীপুরের মাটিতে বিজেপি ধীরে ধীরে পায়ের তলায় জমি শক্ত করেছিল, সেখানꦉে এখনও কতটা শক্ত রয়েছে পদ্ম ঘাঁটি? নাকি বিধানসভা নির্বাচনের ফর্ম বজায় রাখতে সক্ষম হবে তৃণমূল?
02 Mar 2022, 03:42 PM IST
কোন জেলায় কোন কোন পুরসভা তৃণমূলের দখলে
পূর্ব মেদিনীপুরে ২টি (তমলুক, কাঁথি) এবং পশ্চিম মেদিনীপুরে ৭টি (চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর) পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস। আরও জেলার ফল জানতে ক্লিক করুন এখানে
02 Mar 2022, 02:46 PM IST
কাঁথির চেয়ারম্যান কে?
কাঁ♛থি পুরসভার নিয়ন্ত্রণ হারালেন শিশির অধিকারী এবং তাঁর পরিবার। হাতছাড়া হল কাঁথি পুরসভা। যা চার দশক ধরে অধিকারীদের দখলে ছিল। এবার কাঁথিতে বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 02:32 PM IST
খড়্গপুরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি আসনে জয়ী তৃণমূল
রেলশহর খড়্গপুরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৬ নং ওয়ার্ডে জিতলেন প্রদীপ সরকা꧂র। তবে, ‘ইন্দ্রপতন’ ৩৩ নং ওয়ার্ডে। বিজেপি প্রার্থী তথা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের কাছে প্রায় দেড় শতাধিক ভোটে পরাজিত হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জহর পাল। ৩৫ নং ওয়ার্ডে তাঁর বৌমা তথা ‘নির্দল’ প্রার্থী জয়া পালও পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কবিতা দেবনাথের কাছে। খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ড ছাড়াও ১৩, ১৬, ২৬, ৩১ ও ৩২ ওয়ার্ডেও জয়লাভ করেছে বিজেপি।
02 Mar 2022, 01:26 PM IST
বিরোধীশূন্য রামজীবনপুর পৌরসভা
পশ্চ꧅িম মেদিℱনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ১১ টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।
১ নম্বর 🌺ওয়ার্ড থেকে ২২৩ ভ��োটে জয়ী হয়েছে পম্পা দত্ত,
৩ ಞনম্বর ওয়ার্ড থেকে ৮৩২ ভোটে জয়ী হয়ে💖ছে কল্যান তেওয়ারি,
৪ নম্বর ওয়ার্ড থেকে ৩০৩ ভোটে জযꦿ়ী 🌠হয়েছেন শম্ভু দাস,
৫ নম্বর ওয়ার্ড থেকে ৫৩ꦫ২ ভ💖োটে জয়ী হয়েছেন শিউলি সিং ভট্টাচার্য,
৬ নম্বর ওয়ার্ড থেকে ৬৫৭ ভোটে জয়ী হয়েছেন নির্মল 🌜চৌধুরী,
৭ নম্বর ওয়ার্ড থেকে 🔯১৯৯ ভোটে জয়ী হয়েছেন উত্তম চৌধুরী,
৮ নম্বর ওয়ার্ড থেকে ৩৫০ ভোট♑ে জয়ী হয়েছেন প্রতিমা সিং,
৯ নম্বর ওয়ার্ড থেকে 🐎৪৭ ভোটে জয়ী হয়েছেন মানবিকা সামুই,
১০ নম্বর ওয়ার্ড থেকে ৬৫৭ ভোটে জয়ী হয়েছেন🧔 জয়ন্ত আস🌸,
১১ নম্বর ও൩য়ার্ড থেকে ১৬৫ ভোটে জয়ী হয়েছেন সুজিত পাঁজা।
02 Mar 2022, 01:24 PM IST
খড়ার পৌরসভায় ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা নির্বাচনের ফলাফলে ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড দখল করল তৃণ⛄মূল, বাকি দুটি ওয়ার্ড বিজেপির ✃দখলে।
১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ত🍃ৃণমূল প্রার্থী 🀅গণেশ বাগ,
২ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছ🔴েন তৃণমূল প্রার্থী প্ﷺরতিমা ভট্টাচার্য,
৩ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণ🥃মূল꧂ প্রার্থী রাজীবলোচন কোলা,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেꦅন বিজেপি প্রার্থী বাবালু গাঙ্গুলি,
৫ নম্বর ওয়ার্🎃ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণী সিংহ,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণ💛মূল প্র🐟ার্থী পূর্বা ভুইঞা,
৭ নম্꧅বর ওয়ার্𒅌ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অদ্যুৎ মণ্ডল,
৮ নমꦬ্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র,
৯ ꦺনম্বর ওয়ার্ড থেকে জ🙈য়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রীনা জানা,
১০ নম্বর ওয়া🔯র্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্♏রার্থী সন্ন্যাসীচরণ দোলই।
02 Mar 2022, 01:23 PM IST
ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৯টি
পশ্চিম মেদিনীপুর জ💮েলার ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল, একটি দখল করল নির্দল, তবে কোন ওয়ার্ডে পাত্তা পেল না বিজেপি।
১ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃ📖ণমূল প্রার্থী সমাপ্তি পণ্ডিত,
২ নম্বর ওয়ার্ড📖 জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপ✨িয়া রায়,
৩ নম্বর ওয়ার্♐ড থে🎐কে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বীরেশ্বর পাহাড়ি,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হ🌸য়েছেন নির্দল🎀 প্রার্থী সুনীতি হালদার,
৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছ🎶েন তৃণমূল প্রার্থী দুর্গাশঙ্কর পান,
৬ নম্বর ওয়ার্ড ♒থেকে জয়ী হয়েছেন বিমলেন্দু কিস্কু,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আল্পনারান༺ী পাত্র,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মꦡালতী দাস,
৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নি🌃তাই সিংহ,
১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিকাশ দাস,
তবে কোন ওয়ার্ডে জয় পায়নি বিজেপি।
02 Mar 2022, 01:04 PM IST
চন্দ্রকোণা পৌরসভার ১২টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার চ🐼ন্দ্রকোণা পৌরসভার ১২টি ♕ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।
১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন অভিজিৎ রায়,
২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন প্রতিমা পাত্র,
৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বনশ্রী সাহা,
৪ নম্বর ওয়ার্ড 🥃থেকে জয়ী হয়েছেন🥀 গোবিন্দপ্রসাদ দাস,
৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিলু মান্না,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সৌরভ চক্রবর্তী,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সুনীতা খাঁড়া,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন মেনকা ধাড়া,
৯ নম্বর ওয়ার্ড সমর দোলই,
১০ নম্বর ওয়ার𒈔্ড থেকে জয়ী হয়েছেন সোমা চৌধুরী কোলে🌊,
১১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন অর্চনা ধাড়া,
১২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ไেছেন প্রদীপ কুমার স♔াঁতরা।
02 Mar 2022, 12:17 PM IST
দিলীপ গড়ে শূন্য বিজেপি
মেদিনীপুরে ২০টি আসন তৃণমূলের দখলে, তিন🔜টি বাম, একটি নির্দল ও একটি কংগ্রেসের দখলে গিয়েছে।
02 Mar 2022, 12:10 PM IST
অধিকারী গড়ে হার বিজেপি বিধায়কেরই
অধিকারীগড়ে তৃণমূল কংগ্রেসের রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপির প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজ🍒েপি বিধায়ক সুমিতা সিং। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন ৭৭ ভোটে।
কাঁথইতে মাত্র একটি আসনে এগি🌳য়ে বিজেপি, এই পুরসভার ৬টি ওযার্ডে এগিয়ে তৃণমূুল কংগ্রেস।
02 Mar 2022, 08:55 AM IST
তৃণমূলের দখলে রামজীবনপুর
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম রামজীবনপুর। এই পুরসভা ꦏদখল করল তৃণমূল কংগ্রেস। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১১।
02 Mar 2022, 07:04 AM IST
এগরা পুরসভা
পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভার অন্যতম হল এগরা। এই পুরসভায়✃ মোট ১৪টি ওয়ার্ড রয়েছে। গত পুরনির্বাচনে এই পুরসভায় বোর্ড গঠন কর𝄹েছিল ঘাসফুল শিবির।
02 Mar 2022, 07:04 AM IST
তমলুক পুরসভা
পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভার অন্যতম হল তমলুক। এই পুরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। গত পুরনির্বাচনে এই পুরসভায় বোর্ড গঠন করেছিল ঘাসফুল শিবির। তবে শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনে সমীকরণ পাল্টেছে এই জ🦂েলায়।
02 Mar 2022, 07:04 AM IST
কাঁথি পুরসভা
পূর্ব মেদিনীপুর তথা গোটা বাং🦩লার অন্যতম প্রাচীন শহর কাঁথি। প্রায় এক লাখের কাছাকাছি এই পুরএলাকার জনসংখ্যা। ‘অধিকারী বনাম গিরি’-র লড়াই এই পুরসভায়। দীর্ঘ কয়েক দশক এই পুরসভার প্রধান পদে থেকেছেন শান্তি কুঞ্জেরই কোনও বাসিন্দা। তবে এই প্রথমবার অধিকারী পরিবারের কোনও সদস্য পুরভোটে লড়েননি। তা সত্ত্বেও এই পুরসভার দিকে নজর গোটা⛎ বাংলার। কাঁথি পুরসভাতে মোট ২১ টি ওয়ার্ড রয়েছে। গত পুরভোটে এখানে তৃণমূল জিতেছিল। তবে এরপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে। অধিকারীরা জোড়াফুল ছেড়ে নাম লিখিয়েছেন পদ্মফুলে। এই পরিস্থিতিতে এই পুরসভা শান্তি কুঞ্জের জন্য প্রেস্টিজ ফাইট।
02 Mar 2022, 07:04 AM IST
খড়ার পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম খড়ার। তুলনা💎মূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১০।
02 Mar 2022, 07:04 AM IST
ঘাটাল পুরসভা
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পুরসভা ঘাটাল। এই পুরসভায় মোট ১৭টি ওয়ার্ড রয়েছে। প্রতিবছর বন্যায় ডুবে যাওয়ার জন্য শিরোনামে থাকে ঘাটাল। রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থা, পানীয় জলের সমস্যা এখানের নির্বাচনের অন্যতম মূল ইস্যু ছিল। অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী তৃণমূলের হয়ে ঘাটাল থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন টানা দু’বার। তবে গত বিধানসভায় এখানে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শীতল ꦗকপাট। তবে লোকসভা, বিধানসভা নির্বাচনের থেকে পুরভোটে সমীকরণ পাল্টে যায় বলে মত বিশ্লেষকদের।
02 Mar 2022, 07:04 AM IST
ক্ষীরপাই পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অ꧃ন্যতম ক্ষী🃏রপাই। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১২।
02 Mar 2022, 07:04 AM IST
চন্দ্রকোণা পুরসভা
পশ্চিম মে🔯দিনীপুর জেলার ছ’টি পুরসভার মধ্যে চন্দ্🌳রকোণা অন্যতম। মেদিনীপুর বা খড়গপুরের তুলনায় ছোট হলেও রাজনৈতিক দিক দিয়ে এই পুরসভার গুরুত্ব অনেক। এই পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে।
02 Mar 2022, 07:04 AM IST
রামজীবনপুর পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম রামজীবনপুর। তুলনামূলক ছোট এই পুরসভায় মোট ওয়ার্ড 🌳সংখ্যা ১১।
02 Mar 2022, 07:04 AM IST
খড়গপুর পুরসভা
‘মিনি ভারত’ খ্যাত খড়গপুর পুরসভাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। মোট ৩৫টি ওয়ারড রয়েছে এই পুরসভার অধীনে। এই পুরসভায় এবার অন্যতম তারকা প্রার্থী বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। এককালে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত খড়গপুরে শক্তিবৃদ্ধি হয়েছে বিজেপির। তবে লোকসভা, বিধানসভা নির্বাচনের থ💝েকে পুরভোটে সমীকরণ পাল্টে যায় বলে মত বিশ্লেষকদের।
02 Mar 2022, 07:04 AM IST
মোদিনীপুর পুরসভা
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি পুরসভার অন্যতম মোদিনীপুর। এই পুরসভায় মোট ২৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয় গত রবিবার। গত পুরনির্বাচনে ꦏএ🍎ই পুরসভায় বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 07:04 AM IST
দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা
দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা মিলিয়ে ১৭৭টি ওয়ার্ড রয়েছে। পশ্চিম মেদিনীপুরে ৭টি - চন্দ্রকোণা, রা﷽মজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে মোট ৩টি - তমলুক, কাঁথি, এগরা পুরসভা রয়েছে।