রাত পোহালেই বিধাননগর পুরভোট। এবার বিধাননগর ভোটে সন্ত্রাস কতটা হবে তা নিয়ে নানা দোলাচলে ভুগছে বিরোধীরা। এদিকে ভোটে অশান্তি প্রসঙ্গে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে আদালত। এসবের মধ্যেই সূত্রের খবর, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সব্যসাচী দত্তকে। সল্টলেকের ভোট নিয়ে তিনি খোঁজখবর নেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে নির্বিঘ্নে ভোট করার জন্য় তিনি পরামর্শ দেন। তবে বিরোধীদের একটাই প্রশ্ন ফের কি সন্ত্রাসের ছবি ফিরবে বিধাননগরে? সেটা নিয়েই বিরোধীরা নানা সংশয়ের মধ্যে পড়েছেন। বিরোধীদের দাবি, সন্ত্রাস কোন জায়গায় পৌঁছতে পারে তা এবার মনোনয়ন জমার দিনই কোচবিহারের দিনহাটায় দেখা গিয়েছে। একের পর এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে তৃণমূল। সেই ছবি দেখে আরও শিউরে উঠছে বিরোধী শিবির। অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই ২০১৫ সালে বিধাননগরে ভোটের দিনের কথা। যেদিন বিধাননগরে প্রকাশ্য় রাস্তায় দেখা গিয়েছিল হাতে হকির স্টিক, লাঠি নিয়ে ঘুরছে দুষ্কৃতীবাহিনী। সেই ছবি আবার ফিরুক বিধাননগরে সেটা চাইছেন না কেউই। তবে এসবের মধ্য়েই লেকটাউনের গোলাঘাট এলাকা থেকে অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। সেখানেও প্রশ্ন উঠছে কাদের মদতে বিধানগরে ভোটের আগে বহিরাগতরা ঢুকছে?