হিমালয় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মোট ১০৮টি পুরসভায় ভোট গ্রহণ হয় গত রবিবার। আজ সেই পুরভোটের ফল প্রকাশের দিন। একনজরে দেখুন কোন শহরে ফুটল কোন ফুল…
তৃণমউত্তরে পাহাড় থেকে শুরু করে দক্ষিণে বালুমাটি সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত বঙ্গের মোট ১০৮টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় গত রবিবার। দীর্ঘদিন আগে মোয়াদ উত্তীর্ণ হলেও পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এই পুরসভাগুলিতে। ভোটের দিন বেশ কিছু জায়গা থেকে উঠে আসে অশান্তির ছবি। এই আবহে আজকে ফল প্রকাশের দিন। বিজেপি কি পারবে কয়েকটি পুরসভায় বোর্ড গঠন করতে? তৃণমূলের আধিপত্য কতটা ছড়িয়ে পড়বে? বামেরা হারানো জমি কতটা ফিরে পাবে?💖 এই সব প্রশ্নের জবাব মিলবে আজ…
02 Mar 2022, 03:41 PM IST
জেলা ভিত্তিক ফল জানুন এখানে ক্লিক করে
মোট ১০৮ টি পুরসভার মধ্যে তৃণমূল জিতেছে ১০২টি তে। বামেদের দখলে একমাত্র তাহেরপুর পুরসভা ও হামরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা। বাকি চারটি বেলডাঙ্গা, এগরা, ঝালদা ও চাঁপদানি পুরসভা ত্রিশঙ্কু। জেলা ভিত্তিক ফল জানুন এখানে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ৬টি (মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বহরমপুর), নদিয়ায় ১০টি (নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর), উত্তর ২৪ পরগনায় ২৫টি (কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম, দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া), দক্ষিণ ২৪ পরগনা ৬টি (বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ড🔯ায়মন্ডহারবার), হাওড়ায় ১টি (উলুবেড়িয়া), হুগলিতে ১১টি (হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি), পূর্ব মেদিনীপুরে ২টি (তমলুক, কাঁথি) এবং পশ্চিম মেদিনীপুরে ৭টি (চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খღড়গপুর, ঘাটাল, মেদিনীপুর) পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 02:55 PM IST
অধীর গড়ে ঘাসফুল
বহরমপুরে জিতল তৃণমূল কংগ্রেস। আগে সেই পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গত পুরসভা ভোটে ২৬ টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল দুটি ওয়ার্ড। এবার এখনও পর্যন্ত ২৮ টি ওয়ার্ডে তৃণমূল জিতছে বা এগিয়ে আছে। তার ফলে অধীর চৌধুরী💖র গড় ধসে গিয়েছে। বিধানসভা ভোটেও তাই হয়েছিল। প্রায় তিন দশক পরে পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের।
02 Mar 2022, 02:54 PM IST
ইংরেজবাজারে তৃণমূলের দাপট
ইংরেজবাজার পুরসভা: ১,৪৩৩ ভোটে ইংরেজবাজারে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ১৩ নম্বর ওয়ার্ডে ২,২১৬ ভোটে জয়ী বিজেপির অম্লান ভাদুড়ি।৪,৫,৬ এবং ১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল। এখনও পর্যন্ত ১৬ টি ওয়ার্ডে জয়ী ঘাসফু♎ল শিবির। এগিয়ে ন'টি ওয়ার্ডে। আগেরবারও সেই পুরস꧟ভা ছিল তৃণমূলের দখলে। মোট ওয়ার্ড ২৯।
02 Mar 2022, 02:54 PM IST
পুরাতন মালদহে ১৭ ওয়ার্ডে জয়ী তৃণমূল
পুরাতন মালদহ: ১৭ টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে দুটি ওয়ার্ড। নির্দল প্রারไ্থী জিতেছেন একটি ওয়ার্ডে।
02 Mar 2022, 02:53 PM IST
বসিরহাটের ফলাফল
বসিরহাট পুরসভার ২৩ টি ওয়ার্ডের ⛦২২টিতে তৃ🍰ণমূল কংগ্রেস ও ১টিতে কংগ্রেস জয়ী।
02 Mar 2022, 02:52 PM IST
তৃণমূলের দখলে হাবরা, গোবরডাঙা
হাবরা পৌরসভা দখল নিল তৃণমূল কং💟গ্রেস মোট ২৪ টি আসনের মধ্যে ২৪ টি দখল নিল তৃণমূল কংগ্রেস বিরোধীশূন্য হাবড়া পৌরসভা। গোবরডাঙ্গা পৌরসভা দখল নিল ত💫ৃণমূল কংগ্রেস মোট আসন ১৭টি। গোবরডাঙায় তৃণমূল কংগ্রেস ১৫ টি, ১ টি বামেরা, ১ টি নির্দল পেল।
02 Mar 2022, 02:50 PM IST
তিন মাস আগে জন্ম নিয়েই দার্জিলিং জয় ‘হামরো পার্টি’র
গ্লেনারিস রেস্তরাঁর কর্ণ𝔉ধার অজয় এডওয়ার্ডের সদ্য গঠিত দল ‘হামরো পার্টি’ ম্যাজিক দেখাল পাহাড়ে।
02 Mar 2022, 02:44 PM IST
বেলডাঙ্গা, এগরা ও চাঁপদানি পুরসভা ত্রিশঙ্কু
মোট ১০৮ টি পুরসভার মধ্যে তৃণমূল জিতেছে ১০২টি তে। বামেদের দখলে একমাত্র তাহেরপুর পুরসভা ও হা🙈মরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা। বাকি চারটি বেলডাঙ্গꦫা, এগরা, ঝালদা ও চাঁপদানি পুরসভা ত্রিশঙ্কু।
02 Mar 2022, 02:41 PM IST
দক্ষিণ ২৪ পরগনায় পুরভোটের ফল
দক্ষিণ ২৪ পরগনায় রাজপুর সোনারপুর পু💝রসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩৩ টি ওয়ার্ডেই তৃণমূল জয়লাভ করেছে। শুধুমাত্র ১৬ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিএম প্রার্থী অর্চনা মিত্র এবং ১৭ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী শিশির ভট্টাচার্য্য।
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড ও ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডেইꦅ জয়লাভ করেছে তৃণমূল। সেখানে বিরোধীদের কপালে একটিও আসন জোটেনি। জেলার অপর এক পুরসভা জয়নগর মজিলপুর দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকলেও এবার তা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এই পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২ টিতে জয়লাভ করেছে তৃণমূল। ৮ নম্বর ওয়ার্ড জিতেছেন কংগ্রেস প্রার্থী ও ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী এসইউসিআই প্রার্থী।
02 Mar 2022, 02:40 PM IST
দক্ষিণ ২৪ পরগনার সব পুরসভায় ৮ মার্চের আগে চেয়ারম্যান ঘোষণা
৮ মার্চের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে♐ বলে জানালেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী। বুধবার রাজপুর সোনারপুর পুরসভার ফল ঘোষণার পর সোনারপুর মহা বিদ্যালয়ের গণনা কেন্দ্রে এসে সংবাদ মাধ্যমকে এ কথা জানান শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি তিনি আরো জানান, যে দু' একটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছেন, তাঁদের হারের কারণ পর্যালোচনা করা হবে।
02 Mar 2022, 01:29 PM IST
উলুবেড়িয়ায় তৃণমূলের ঝুলিতে ২৮টি ওয়ার্ড
উলুবেড়িয়া পৌরসভা ভোটেরཧ ৩২টি আসনের মধ্যে তৃণমূল ২৮টি, কংগ্রেস ১, বিজেপি ১, নির্দল ১ এবং সিপিএম ১টি ওয়ার্ড জিতেছে।
02 Mar 2022, 01:26 PM IST
বিরোধীশূন্য রামজীবনপুর পৌরসভা
পশ্চিম মে🥃দিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ১১ টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল।
১ নম্বর꧑ ওয়ার্ড থেকে ২২৩ ভোটে জয়ী হয়েছে পম্পা দত্ত,
২ নম্বর ওয🦹়♚ার্ড থেকে ৪২৪ ভোটে জয়ী হয়েছে শিবু প্রসাদ ঘড়ুই,
৩ নম্বর ওয়াꦓর্ড থেকে ৮৩২ ভোটে জয়ী হয়েছে কল্যান তেওয়ারি,
৪ নম্বর ওয়ার্ড থেকে ৩০৩ ভ🐈োটে জয়ী হয়েছেন শম্ভু দাস,
৫ নম্বর ওয়ার্ড থেকে ৫৩২ ভোটে জয়ী হয♓়েছেন শিউলি সিং ভ🥃ট্টাচার্য,
৬ নম্বর ওয়ার্ড থেকে ৬৫৭ ভোটে জয়ী হ🅠য়েছেন নির্মℱল চৌধুরী,
৭ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯ ভোটে জয়ী হয়েছেন উত্তম 🌠চৌধুরী,
৮ নম্বর ওয়ার্ড থেকে ৩♍৫০ ভোটে জয়ী হয়েছেন প্রতিমা সিং,
♋৯ নম্বর ওয়ার্ড থেকে ৪৭ ভোটে জয়ী হয়েছেন মানবিকা সামুই,
১০ ন🧜ম্বর ওয়ার্ড থেকে ജ৬৫৭ ভোটে জয়ী হয়েছেন জয়ন্ত আস,
১১ নম্বর ওয়ার্ড থেকে ১৬৫ ভোটে জয়ী হয়েছেন ౠসু♋জিত পাঁজা।
02 Mar 2022, 01:24 PM IST
খড়ার পৌরসভায় ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার🔥 পৌরসভা নির্বাওচনের ফলাফলে ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড দখল করল তৃণমূল, বাকি দুটি ওয়ার্ড বিজেপির দখলে।
১ নম্বর ওয়ার্ড থে🎶কে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গণেশ বাগ,
২ নম্বর𓆉 ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী 🔜প্রতিমা ভট্টাচার্য,
৩ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন 😼তৃণমূল প্রার্থী রাজীবলোচন কোলা,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বি🧔জেপি প্রার্থী বাবালু গাঙ্গুলি🧜,
৫ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প💞্রার্থ💦ী কল্যাণী সিংহ,
৬ নম🍬্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার🔯্থী পূর্বা ভুইঞা,
৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলꦕ প্রার্থী অদ্যুৎ মণ্ডল,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্ꦑরার্থী ফাল্গুনী মিশ্র,
৯🧔 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রীনা জানা,
১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সন্ন্যাস♚ীচরণ দোলই।
02 Mar 2022, 01:23 PM IST
ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৯টি
পশ্চিম মেদিনীপুর জেলা🧜র ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল, একটি দখল করল নির্দল, তবে কোন ওয়ার্ডে পাত্তা পেল না বিজেপি।
১ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন♓ তৃণমূল প্রার্থী সমাপ্তি পণ্ডিত,
২ নম্ব෴র ওয়ার্ড জয়ী হয়েছেন তৃ𝐆ণমূল প্রার্থী পাপিয়া রায়,
৩ নম্বꦯ🌼র ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বীরেশ্বর পাহাড়ি,
৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন 🐟নির্দল পꦍ্রার্থী সুনীতি হালদার,
৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থ𝔉ী দুর্গাশঙ্কর পানꦚ,
৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিমলেন্দু কিসꦯ্কু,
৭ নম🌠্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আল্পনারা💦নী পাত্র,
৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন🏅 তৃওণমূল প্রার্থী মালতী দাস,
৯ নম্বর𒈔 ওয়ার্ড থেকে জয়🧜ী হয়েছেন তৃণমূল প্রার্থী নিতাই সিংহ,
এখনও পর্যন্ত যা ফল তাতে ৯৩টি পুরসভা দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস, বাকি একটি পুরসভা বামেরা নিজেদের দখলে রেখেছে ও দার্জিলিং গিয়েছে হ⛎ামলো পার্টির দখলে
02 Mar 2022, 12:06 PM IST
উত্তর দিনাজপুর সবুজ ঝড়ে উধাও গেরুয়া শিবির
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ পুরসভায় সবুজ ঝড়ে উধাও গেরুয়া শিবির। কালিয়াগঞ্জে বিজেপি৬ টি আসন পেলেও ডালখোলা পুরসভার ভোটে শূন্য পেল বিজেপি। তৃনমূল কংগ্রেস দখল করল ইসলামপুর, ডা🍨লখোলা ও কালিয়াগঞ্জ পুরসভা। জয়ের আনন্দে মেতে উঠেছে কালিয়াগঞ্জ ও ডালখোলার তৃণমূল কর্মী সমর্থকে🙈রা। একে অপরকে সবুজ আবীরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দে মেতে উঠেছেন কর্মীরা।
ডালখোলা পুরসভার মোট ১৪টি আসনের মধ্যে ১০ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমুল কংগ্রেস প্রার্থীরা। নির্দল পেয়েছে ৪টি ওয়ার্ড। ডালখোলা পুরসভার ভোটে খাতা খুলতে পারেনি বিজেপি। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার মোট ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১০ টি আসনে, বিজেপি জয়ী হয়েছে ৬টি ওয়ার্ডে এবং একটি ওয়ার্ড পেয়েছে নির্দল প্রার্থী। ফলে কালিয়াগঞ্জ পুরসভাও দখল করল তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি ইসলামপুর𒐪 পুরসভার মোট ১৭ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১১ টি ওয়ার্ডে, বিজেপি জয় পেয়েছে মাত্র ২ টি ওয়ার্ডে, সিপিআইএম ১টি এবং নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩ টি ওয়ার্ডে। ফলে কালিয়াগঞ্জ ডালখোলার মতো সবুজ ঝড়ে উড়িয়ে ইসলামপুর পুরসভাও দখ𓆉ল করল তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 12:03 PM IST
তমলুকে সবুজ সুনামি
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করল ১৮টি ওয়ার্ড, বিজেপির ঝুলিতে গেল🌜 দুটি ওয়ার্ড।
র🌌াজ্যজুড়ে সবু ঝড়ের মধ্যেই তাহেরপুর পুরসভা পুনরায় দখল করল বামেরা। এই পুরসভায় ৮টি ওয়ার্ডে বামফ্রন্ট জয়ী এবং পাঁচটিতে তৃণমূল
02 Mar 2022, 11:48 AM IST
রাজ্যের দু'টি পুরসভায় ত্রিশঙ্কু ফলাফল
পুরসভা নির্বাচ﷽নের ফলাফল অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পুরসভায় এখন ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়েছে। বেলডাঙায় মোট ১৪টি ওয়ার্ড। সেখানে দেখা যাচ্ছে ৭টি তৃণমূল কংগ্রেস পেলেও ৩টি ওয়ার্ড পেয়েছে বিজেপি। আর ৪টি ওয়ার্ড গিয়েছে নির্দলদের কাছে। এগরা পুরসভাও ত্রিশঙ্কু হয়েছে। এখানে ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি তৃণমূল কংগ্রেস, ৫টি ওয়ার্ড বিজেপি এবং কংগ্রেস, নির্দল একটি করে ওয়ার্ড পেয়েছে।
02 Mar 2022, 11:45 AM IST
পুরভোটে রাজ্যজুড়ে তৃণমূলের সবুজ ঝড়, দার্জিলিং দখল নয়া হামরো পার্টির
সবুজ ঝড় উঠল রাজ্যজুড়💜ে। তারইমধ্যে পাহাড়ে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ। রাজ্যের ১০৭ টি (দিনহাটায় আগেই জয়ী) পুরসভার ভোটগণনায় একচ্ছত্র দাপট তৃণমূল কংগ্রেসের। বিস্তারিত দ൲েখুন ভিডিয়োয় -
02 Mar 2022, 11:44 AM IST
ঝালদা দখল তৃণমূলের
ঝালদায় কংগ্রেসের লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত দুই নির্দলকে দলে টেꦚনে পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। এই পুরসভায় পাঁচটি করে আসনে জিতেছিল কংগ্রেস ও তৃণমূল। ১২ ওয়ার্ড বিশিষ্ট পুরসভায় জিততে প্রয়োজন ছিল সাতটি ওয়ার্ড।
দক্ষিণ ২৪ পরগনায় বজবজে ২০টি ওয়ার্ডে এগিয়ে তৃণ🍨মূল꧃ কংগ্রেস।
02 Mar 2022, 09:09 AM IST
টি আসনে এগিয়ে কংগ্রেস
কাটোয়ায় ১টি আসনে এগিয়ে কংগ্রেস। তিনটি ওয়ার𓄧্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 09:09 AM IST
১৯টি পুরসভায় এগিয়ে তৃণমূল
কোনও পুরসভাতেই এগ꧋িয়ে নেই বিজেপি। ১৯টি পুরসভায় এখনও এগিয়ে তꦏৃণমূল।
02 Mar 2022, 09:03 AM IST
ঝালদায় এক আসনে কংগ্রেসের জয়
ঝালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস জয়ী।
02 Mar 2022, 09:02 AM IST
বারাসতে তৃণমূলের জয়জয়কার
বারাসতে ১০টি ওয়ার্ডে জয় তৃণমূল কংগ্রেসের।
02 Mar 2022, 08:58 AM IST
এখনও ১৩টি পুরসভা দখল তৃণমূলের
ভোট গণনা শুরু হতেই ঝড়ের বেগে এগোতে শুরু 🐽করে তৃণমূল কংগ্রেস। ১৩টি পুরসভা দখল করেছে ঘাসফুল শিবির। এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে একটি 🃏পুরসভায়।
02 Mar 2022, 08:56 AM IST
মা'কে হারিয়ে জয়ী নির্দল প্রার্থী
কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রা🅺র্থী তথা মা'কে হারিয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী।
02 Mar 2022, 08:53 AM IST
হলদিবাড়ি, রামজীবনপুর দখল তৃণমূলের
হলদিবাড়ি, রামজীবনপুর পুরসভায় জয় তৃণমূলের।
02 Mar 2022, 08:52 AM IST
খড়ারে একটি আসনে এগিয়ে বিজেপি
খড়ারে একটি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল জয়ী দু'টি আস🍷নে।
02 Mar 2022, 08:50 AM IST
গুসকরায় তিনটি ওযার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস
গুসকরায় ২,৩,৪ নং ওযার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 08:50 AM IST
আরামবাগে তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল
হুগলির আরামবাগে তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
02 Mar 2022, 08:48 AM IST
ডালখোলায় তৃণমূলের জয় তিন ওয়ার্ডে
উত🙈্তর দিনাজপুরের 🤪ডালখোলা পুরসভায় তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 08:46 AM IST
মাথাাঙায় দু'টি ওয়ার্ডে জয় তৃণমূলের
কোচবিহার জেলার মাথাাঙায় দু🦩'টি ওয়ার্ডে জয়লাভ করে♋ছে তৃণমূল।
02 Mar 2022, 08:17 AM IST
শুরু ভোট গণনা
পোস্টাল ব্যাল🐼ট গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গণনা শেষ হলে ইউভিএমে ভোট গণনা শুরু হবে।
02 Mar 2022, 07:40 AM IST
'ফল প্রকাশের পর বিজয় মিছিলে অশান্তি নয়'
পুরভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে কোনও রকম অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে রা♊জনৈতিক দলগুলিকে আগেভাগেই সতর্ক করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানান, বিজয় মিছিলে ছাড় থাকলেও, ফল প্রকাশের পর কোনওরকম অশান্তি বরদাস্ত করা🦂 হবে না। এই ধরনের কোনও ঘটনার ক্ষেত্রে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।
02 Mar 2022, 07:34 AM IST
জঙ্গলমহলে ও পশ্চিমে কোন কোন পুরসভায় ভোট গণনা আজ?
জঙ্গলমহলের অধীনে তিনটি জেলা। এর মধ্যে ঝাড়গ্রামে ১টি (ঝাড়গ্রাম), পুরুলিয়ায় ৩টি (পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর), বাঁকুড়ায় ৩টি (বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী) পুরসভায় আজকে ফলপ্রকাশ। তাছাড়া পশ্চিমের বীরভূমে ৬টি পুরসভার পাঁচটিতে ভোটগ্রহণ হয় দত রবিবার - সিউড♓়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথ🍷িয়া, দুবরাজপুর। এই পুরসভারও ভাগ্য নির্ধারণ আজকে। পাশাপাশি পূর্ব বর্ধমানের ৬টি (কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকরা, বর্ধমান) পুরসভায় আজ ভোট গণনা।
02 Mar 2022, 07:34 AM IST
দক্ষিণবঙ্গে কোন কোন পুরসভায় ফল প্রকাশ আজ?
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ৭টি (মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজ💜িমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর), নদিয়ায় ১০টি (নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর), উত্তর ২৪ পরগনায় ২৫টি (কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম (২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া), দক্ষিণ ২৪ পরগনা ৬টি (বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ডায়মন্ডহারবার), হাওড়ায় ১টি (উলুবেড়িয়া), হুগলিতে ১২টি (হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্💦রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি), পূর্ব মেদিনীপুরে ৩টি (তমলুক, কাঁথি, এগরা) এবং পশ্চিম মেদিনীপুরে ৭টি (চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর) পুরসভার ফল প্রকাশ হবে আজকে।
02 Mar 2022, 07:34 AM IST
উত্তরবঙ্গে কোন কোন পুরসভায় ফল প্রকাশ আজ?
উত্তরবঙ্গে দার্জিলিঙে একটি (দার্জিলিং), কোচবিহারে ৬টি (কোচ❀বিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি), আলিপুরদুয়ারে ২টি (আলিপুরদুয়ার, ফালাকাটা), জলপাইগুড়িতে ৩টি (মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি), উত্তর দিনাজপুরে ৩টি (কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা), দক্ষিণ দিনাজপুরে ২টি (বালুরঘাট, গঙ্গারামপুর) এবং মালদায় ২টি (ইংরেজবাজার, ওল্ড মালদা) পুরসভায় ভোটগ্রহণ হয় গত রবিবার। আজ এই পুরসভাগুলির ভাগ্য নির্ধারণের দিন।