পুরনির্বাচনে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার বিদায়ী পুরপ্রধান সুভাষ দত্ত। সোমবার এলাকায় স্থানীয়দের সঙ্গে এক বৈঠক করে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে এলাকায়।গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুভাষবাবু। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ভাই শংকর দত্ত। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শংকরবাবুর স্ত্রী বুলি দত্ত। সম্প্রতি তৃণমূলের রদবদলে দলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট হয়েছেন শংকরবাবু। এবার শুধুমাত্র তাঁকেই ৫ নম্বর ওয়ার্ড থেকে টিকিট দিয়েছে দল।সোমবার স্থানীয় একটি ক্লাবের মাঠে স্থানীয়দের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর পর জনান, শুক্রবার দলের প্রার্থীতালিকা প্রকাশের পর জানতে পারি আমাকে টিকিট দেওয়া হয়নি। প্রথম দিন থেকে তৃণমূল করি। আমি দল ছাড়তে চাইনি। কিন্তু স্থানীয় বাসিন্দারা আমাকে বাড়ি এসে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে অনুরোধ করেন। আজ স্থানীয়দের বৈঠকে হাজির হতে বলেছিলাম। ৫০০ লোক বৈঠকে হাজির হয়ে আমাকে সমর্থন জানিয়েছেন। তাই নির্দল হিসাবে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন, ‘যারা আমাকে ভোটে জিতিয়েছেন তাঁদের কথা ভেবে দলের সঙ্গে দীর্ঘ বাঁধন ছিঁড়লাম। দল বহিষ্কার করার আগেই আমি পদত্যাগ করেছি।’