পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনায় তৃণমূলের দখলদারি কায়েম হতেই টুইট করে বꦆিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে এক টুইটে সরাসরি শুভেন্দু অধিকারীর স্লোগানকে কটাক্ষ করেছেন। সঙ্গ♔ে হুঙ্কার ছেড়েছেন এই বিপুল জনসমর্থন লোকসভা নির্বাচনে তৃণমূলের পথ প্রশস্ত করবে।
এদিন ♕টুইটে অভিষেক লিখেছেন, বিরোধীদের ‘নো ভোট টু মমতা’ প্রচারকে ‘নাউ ভোট ফর মমতা’তে পরিণত করার জন্য জনগণের কাছে আমি কৃতজ্ঞ। তৃণমূলের নব জোয়ারকে বিপুল সমর্থনের পর আমি নিশ্চিত যে 🍌আমরা বিপুল জনাদেশ পাব। যা লোকসভা নির্বাচনে বাংলা তৃণমূলের পথ প্রশস্ত করবে। এই ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে হিংসা ও কারচুপির অভিযোগ। এমনকী গণনাকেন্দ্রেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। মারধর করা হয়েছে বিরোধী প্রার্থী ও এজেন্টদের। পুলিশকে ব্যবহার করে বহু জায়গায় বিরোধীদের গণনাকেন্দ্র থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল নেতারা। যদিও রথযাত্রা চলাকালীন অভিষেক বলেছিলেন, এবারের পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ।♋ তার পরেও রাজ্যে এখ⛄নো পর্যন্ত পড়েছে ৪৫টা লাশ। যদিও এব্যাপারে টুইটে এক লাইনও উল্লেখ করেননি তৃণমূলের সাধারণ সম্পাদক।