বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Bengal Lok Sabha Vote Opinion Poll: বাংলায় যদি এখনই লোকসভা নির্বাচন হয়, কোন দল কত আসন পাবে? কী বলছে সমীক্ষা
সমনেই পঞ্চায়েত নির্বাচন। তবে গ্রাম বাংলা দখলের লড়াইয়ে বাজতে শুরু করেছে লোকসভা নির্বাচনের সুর। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এটাই তো রাজ্যের সেমিফাইনাল। গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে জোর ঝটকা দিয়ে বড় সাফল্য পেয়েছিল বিজেপি। ২০১৯ সালে রাজ্যে তখন বিজেপির বিধায়ক সংখ্যা ৩। তবে লোকসভায় ১৮টি আসন ছিনিয়ে নিয়েছিল তারা। এরপর অবশ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই ফল ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ১০০ আসনও পার করতে পারেননি দিলীপ ঘোষরা। তবে সামনে আরও একটি লোকসভা নির্বাচন। যার জন্যে কোমর কষতে শুরু করেছেন দিল্লির নেতারা। (আরও পড়ুন: ২০২৪-এ কোন রাজ্যে কে কত আসন পেতে পারে? কী বলছে সমীক্ষা)