কোচবিহারে ভোট হিংসায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু হ🍃ল বৃহস্পতিবার। নিহতের নাম লতিফ মিয়া। তিনি শীতলকুচি গ্রামের তৃণমূল কর্মী ছিলেন। ভোটের দিন বিকেলে বিজেপিꦑ তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার কোচবিহারে ভোট হিংসায় আহত ২ জনের মৃত্যু হল।
তৃণমূলের অভিযোগ, শনিবার পঞ্চায়েত ভোটের বিকেলে মধ্য শীতলকুচি গ্রামের ৫/২২৩ নম্বর🌼 বুথে বিজেপি আশ্রিত দুস্কৃতীদের বোমাবাজিতে জখম হয়েছিলেন তৃণমূল কর্মী কর্মী🍒 লতিফ মিয়া। সেদিন তাঁকে প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বৃহস্পতিবার শিলিগুড়িতে লতিফ মিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অপরদিকে অভিযোগꩲ অস্বীকার বিজেপির। পুলিশ এ বিষয়ে এখনো কিছু জাജনায়নি।
বলে রাখি এদিন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর🐟্মীর কোচবিহার মেডিক্যাল কলে🦋জে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। শুক্রবার রাতে তৃণমূলি দুষ্কৃতীরা তাঁর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে বলে অভিযোগ। তার পর থেকে আর জ্ঞান ফেরেনি জয়ন্তবাবুর।