পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ ও ভোটগণনাকে কেন্দ্র করে বেলাগাম হিংসা নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করল বিজেপি। মঙ্গলবার দুপুরে ভোটগণনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যাপক আক্রমণ করেন বিজেꦫপির মুখপাত্র সম্বিত পাত্র। সঙ্গে প্রশ্ন তোলেন, ৪৫ জন মানুষের মৃত্যুর পর কেন চুপ রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা? কোথায় গেল রাহুলের ভালোবাসার দোকান?
এ🤪দিন সম্বিত পাত্র বলেন, ‘ভোটকে কেন্দ্র করে মানুষের মৃত্যুমিছিলের তালিকা দেখলে বোঝা যায় বাংলায় গণতন্ত্র কী ভাাবে দিনে দিনে রসাতলে গিয়েছে। এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ৪৫ জনের মৃত্যু হয়েছে। লোকের মুখে মুখে ফিরছে বোমা, গুলি, রিগিং ও ছাপ্পা শব্দগুলি। বিরোধী দলের একের পর এক সমর্থকের মৃত্যু হচ্ছে। এমনকী যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষেরও প্রাণ গিয়েছে। আর নির্মমতা বন্দ্যোপাধ্যায় সব চোখ বুজে দেখছেন। এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা - মাটি - মানুষ’?
এদিন সম্বিত পাত্র বলেন, ‘পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড চলছে। আর এতে তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনও যুক্ত’। এর পরই🐼 দেশের বিরোধী দলগুলির নেতাদের আক্রমণ করেন তিনি। বলেন, 'কোথায় বিরোধী দলের নেতারা? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত তুলে মঞ্চে দাঁড়ান। এত মানুষের মৃত্যুর পরও কেন তাঁদের মুখ থেকে কোনও কথা বেরোচ্ছে না? একের পর এক কংগ্রেস কর্মীর মৃত্যুর পরেও কেন চুপ রাহুল গান্ধী? কারণ তাঁকে প্রধানমন্ত্রী হতে হবে। সেজন্য দলের কর্মীদেরও প্রাণ গেলে যাক। সেখানে তাঁর ভালোবাসার দোকান খোলার দরকার নেই’।