নির্বাচন ঠিকঠাক হলে অনেক হিসাবই বদলে যেত। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর এমনই মত ছিল সিপিএম নেতৃত্বের। বাস্তব কি তাই বলছে? ভোটের ফল নয় প্রাপ্ত ভোটের হার বিশ্লেষণ করে অলিমুদ্দিন স্ট্রিট আবার ঘুরে দাঁড়ানোর র♌াস্তা খুঁজে পাচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী এꦓবারের পঞ্চায়েত নির্বাচনে বামেদের প্রাপ্ত ভোট ১৪%। কংগ্রেস পেয়েছে ৬.৪২%। আরও কিছু ভোট পেয়েছে আইএসএফ। সব মিলিয়ে যদি দেখা যা এবারের পঞ্চায়েত ভোটে জোটের প্রাপ্ত ভোট হার ২১ শতাংশের কিছু বেশি। এই হিসাব দেখেই সিপিএম মনে করেছে লড়াই জারি রাখলে অনেক হিসাবই বদলে যাবে।
(পড়তে পারেন। WB panchayat election result latest news: ISF-র ‘আঁত🐼ুড়ঘর’ ফুরফুরা শরিফে জয়ী হল তৃণমূল, ২৯টির মধ্যে ২৮টি আসন পেল💟 ঘাসফুল)
২০১৮-🎉এর নির্বাচনে সিপিএম একক ভাবে পেয়েছিল ১২%-এর কিছু বেশি ভোট। এবার 💟তাদের প্রাপ্তি তারই কাছাকাছি। কিন্তু জোটের নিরীখে ধরলে সেই প্রাপ্তি বেশ খানিকটা লাফিয়েছে।
২০২১ সালের বিধানসভা ভোটে আসন সংখ্যার নিরীখে শূন্যে চলে আসে কংগ্রেস-সিপিএম। প্রাপ্তি বলতে শুধু আইএসএফের🦂 ১টি আসন। জোটের প্রাপ্ত ভোটের হার ছিল নেমে হয়েছিল ১০ শতাংশ। এবারের পঞ্চায়েতে সেই হিসাবে গিয়ে দাঁড়িয়েছে ২১ শতাংশের কিছু বেশি। একেই আশার আলো মনে করছে সিপিএম নেতৃত্বে।
অন্য দিকে সিপিএম নেতৃত্বে মনে করছে, পঞ্চায়েত ভোটে যে আশার আলো দেখা গিয়েছে෴ তা মোটই ক্ষীণ নয়। পঞ্চায়েত ভোটে বিজেপির প্রাপ্ত ভোটের হারেই তাদের এই আশার কারণ। গত বিধানসভা ভোটের সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে গত ২ বছরে বিজেপির ভোট কমেছে ১৫%। এই ভোটের হারের দিকে নজর রেখে লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম।
আবার উল্টে দিক ধরে বিশ্🍎লেষণ করলে দেখা যাবে। পঞ্চায়েত ভোটে সিপিএমের নিজেদের ভোট খুব সামান্যই বেড়েছে। শুধু জোটের অন্য দলগুলির হিসাব যোগ করলে ভোটের হারে বড় বৃদ্ধি নজরে আসবে। আব💟ার বিজেপির যে ১৫ শতাংশ ভোট কমেছে, তার ১০ শতাংশ যদি ধরে নেওয়া যায় জোটে পক্ষে গিয়েছে, তবে বাকি ৫ কোথায় গিয়েছে?
তাছাড়া এবার লোকসভা ভোটের লড়াইটা একটু জটিলও বটে। কারণ, তৃণমূলের বিরুদ্ধে লড়া💯ই জারি রাখার কথা বললেও, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে তৃণমূলেরর সঙ্গে জোট সামিল হ♏য়েছে কংগ্রেস, সিপিএম। ভোটে সেই বার্তা ঠিক ভাবে মানুষের কাছে কতটা পৌঁছনো যাবে তাও প্রশ্ন চিহ্নের মুখে থাকছে। প্রচারে বিজেপি ‘সেটিং তত্ত্ব’ আনবেই। এর বিরুদ্ধে প্রচার এবং লড়াইয়ের রণকৌশল ঠিক করাটাই একটা বড় চ্যালেঞ্জ সিপিএম-কংগ্রেসের।
আজ বৃহস্পতিবার, ভাঙড়ে পুলিশের গুলিচালনার বিরুদ্ধে ধর্মতলায় এক মিছিলের ডাক দিয়েছে বামেরা। সেই মিছিলে সামিল হবে কংগ্রেস, আইএসএফও। এই প্রথ♓ম ত♑িনদল একসঙ্গে শহরের রাজপথে।