জেলায় পঞ্চায়েতর ভোটগণনার নামে ব্যাপক কারচুপি হয়েছে। এই অভিযোগ করে গোটা পুরুল্যা জেলায় পুনর্নির্বাচনের দাবিতে মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়সিং মাহাতো। সঙ্গে যাবতীয় কারচুপির নিরপেক্ষ সংস্থার দ্বারা তদন্ত দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হতে পারে।পুরুল্যা জেলায় পঞ্চায়েতের ভোটগণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে আগেই সরব হয়েছিল বিজেপি। এমনকী মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছিল তারা। সব নথি গুছিয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন পুরুল্যার বিজেপি সাংসদ জ্যোতির্ময়সিং মাহাতো। মঙ্গলবার মামলা দায়েরের জন্য আদালতের অনুমতি চান তিনি। আদালত অনুমতি দিলে মামলা দায়ের করেন তিনি।সাংসদের আইনজীবী ব্রজেশ ঝা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের গণনায় ব্যাপক বেনিয়ম হয়েছে। সিল খোলা ব্যালট বাক্স গণনা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে বিরোধী প্রার্থীদের ব্যালট। বিরোধীদের এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গোটা জেলায়। এই পরিস্থিতিতে গোটা পুরুল্যা জেলায় পুনর্নির্বাচনের দাবি করেছি আমরা। সঙ্গে যে সমস্ত আধিকারিকরা এই কারচুপিতে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত করতে উপযুক্ত সংস্থার দ্বারা তদন্ত দাবি করেছি।পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে হাইকোর্টে পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবিতে মামলার বান এসেছে। কিন্তু গোটা জেলায় পুনর্নির্বাচনের দাবি এই প্রথম।