পঞ্চায়েত নির্বাচন আয়োজন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজ🧸ীব সিনহার বিরুদ্ধে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগের মধ্যেই মুখ খুললেন প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডে। স্পষ্ট জানালেন, কোথায় কত বাহিনী মোতায়েন করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একমাত্র কমিশনের। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
এদিন মীরা পান্ডে বলেন, কোথায় কত বাহিনী মোতায়েন করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কমিশনের রয়েছে। ২০১৩ সালের সঙ্গে বর্তমান পর𓄧িস্থিতি এক নয়। তখন রাজ্যের কাছে ভোট করানোর মতো পর্যাপ্ত বাহিনী ছিল না। তাই কেন্দ্রীয় বাহিনী চাইতে হয়েছিল। এখনকার পরিস্থিতি বিবেচনা করে কত বাহꦜিনী প্রয়োজন তা এখনকার নির্বাচন কমিশনার ঠিক করবেন।
বুধবার শুভেন্দু অধিকারীর করা এক আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন,💮 রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। মোট বাহিনীর পরিমাণ যেন কোনও ভাবেই ২০১৩ সালে মোতায়েন করা বাহিনীর থেকে কম না হয়। কারণ এই সময়ের মধ্যে রাজ্যে জেলার সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ২২।