রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমার সময়সীমা পেরিয়ে গিয়েছে। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এখনও শেষ হয়নি। অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। সেক্ষেত্রে হাতে আছে এখনও একদিন। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের জন্য শাসকদল চাপ দিচ্ছে। তাই বিরোধী দলের প্রার্থীরা এবং নির্দল প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচ🧸নে নতুন একটি বিষয় সংযোজন করলেন রাজনীতিতে। সেটা হল–‘নির্বাচনী ভ্রমণ’।
বিষয়টি ঠিক কেমন হচ্ছে? শাসকদল যাতে চাপ দিয়ে, ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে না পারে তাই বিরোধী–নির্দল প্রার্থীরা বেড়াতে চলে গেলেন। অন্য জায়গায় থাকলে চাপ আসার বিষয় নেই। ফলে মনোনয়ন প্রত্যাহার করতে হবে না। বরং মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে গেলে ঘরের ছেলে ঘরে ফিরবে। ঠি༺ক এই কারণেই ‘নির্বাচনী ভ্রমণ’–এর ছক কষা হয়েছে। তাতে 💝এই বিরোধী প্রার্থীরা এখন কেউ দিঘা, পুরী কিংবা তারাপীঠে গিয়ে প্রকৃতির কোলে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। যাতে দু’দিকই বজায় থাকে।
এই নতুন আঙ্গিক—নির্বাচনী ভ্রমণে গিয়েছেন তারকেশ্বর ব্লকের বিরোধী এবং দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়া প্রার্থীরা। তাঁরা মনে করেন, এলাকায় থাকলে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ আসতಞে পারে। এমনকী হামলা হতে পারে। তাই আগাম সতর্কতা নিতেই এমন পদক্ষেপ। তবে পুরোটাই আশঙ্কার উপর নির্ভর করে করা হয়েছে। আগামী ২০ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপর⭕ই এলাকায় ফিরে আসবেন এসব বিরোধী প্রার্থীরা। তাঁরা নিজেরাই এই ভ্রমণের নাম দিয়েছেন ‘নির্বাচনী ভ্রমণ’।