বিরোধীদের অভিযোগ ছিল, গায়ের জোরে মনোনয়ন পত্র জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর একই কায়দায় বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে বাজিমাত করেছে তারা। ফলে সব আসনে প্রার্থী দিয়ে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আনন্দ নিচ্ছে শাসকদল। কিন্তু এখন মনোনয়ন পর্ব শেষ হয়ে গিয়েছে। তার পর সবক’টি রাজনৈতিক দলের প্রার্থীতালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁদের সেই প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার পঞ্চ🦋ায়েত নির্বাচনের তিনটি স্তর (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ) মিলিয়ে মোট ২ লক্ষ ৫ হাজার ২৯৫ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুই স্তরে বহু প্রার্থীই নেই!
বিষয়টি ঠিক কী ঘটেছে? এই তথ্য প্রমাণ করে তৃণমূল কংগ্রেস গায়ের জোরে মনোনয়ন দাখিল এবং বিরোধীদের প্রত্যাহার করেনি। তাহলে নিজেরাই সব জায়গায় প্রার্থী দিত। রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চায়েতের দু’টি স্তর (গ্রাম পঞ্চায়েত–পঞ্চায়েত সমিতি)–তে মোট ১,৯৪৯টি আসনে তৃণমূল কংগ্রেসের কোনও প্রার্থী নেই!🦹 পূর্ব বর্ধমান জেলায় গ্রাম ♋পঞ্চায়েতে মোট ৪০১০টি আসনের মধ্যে ৩৩৪৩টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। সুতরাং ৬৬৭টি আসনে তাদের প্রার্থী নেই। আবার কালিম্পং ২৮১টি আসনের মধ্যে ১০টি এবং দার্জিলিংয়ে ৫৯৮টি আসনের মধ্যে ২৫টি আসনে প্রার্থী নেই শাসকদলের।
পঞ্চায়েত সমিতির কেমন অবস্থা? পঞ্চায়েত সমিতিতে মোট ৯৭৩০ আসন। তার মধ্যে ৯৪১৯টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। এখানে ৩১১টি আসনে তাদের প্রার্থী নেই। পূর্ব বর্ধমান জেলায় মোট ৬৪০টি আসনের মধ্যে ৫৫৯টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে। কালিম্পংয়ে ৭৬টি পঞ্চায়েত সমিতির আসনে কোনও প্রার্থী নেই তৃণমূলের। দার্জিলিংয়ে ১৫৬টি আসনের মধ্যে ১১টিতে প্রার্থী দিয়েছে ༺তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ অবশ্য ৯২৮টি আসনের সবেতেই প্রার্থী আছে।
আরও পড়ুন: পুরুলিয়ায়🍨 তৃণমূল কংগ্রেস নেতা খুনে সিট গঠন, শার্প শুটারদের ধরতে তদন্তে পুলিশ সুপার
কেন এমন অবস্থা হল শাসকদলের? বিজেপি এবং বামেদেরও বিপুল পরিমাণ প্রার্থী নেই পঞ্চায়েতের তিনটি স্তরেই। এই দুই বিরোধী দলের থেকে শাসকদলের প্রার্থী সংখ্যা বহুগুণ বেশি। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, এমন কেন ঘটল? যেখানে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে প্রার্থী ঠিক করা হয়েছে। সেখানে এমন ঘটনা নিয়ে বিস্ময় সকলের। এই পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘গ্রাম 💎পঞ্চায়েত স্তরে এই ঘটনা দলের কৌশলগত সিদ্ধান্ত। তবে পঞ্চায়েত সমিতি স্তরে কয়েকটি আসনে প্রার্থী নেই। তার জন্য সেখানে বোর্ড গঠনে কোনও অসুবিধা হবে না।’