পঞ্চায়েত ভোটে ভোটকর্মীদের সার্বিক সুরক্ষার জন্য আগে থেকেই নানা দাবি তুলেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর দাবিতেও তারা বার বার সরব হয়েছে। এদিকে দুয়ারে পঞ্চায়েত ভোট। ভোটকর্মীরা একে একে বুথের দিকে রওনা দেবেন। তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার মধ্যেই ভোট💞কর্মীদের অনেকের মনেই সেই ২০১৮ সালের ভয়াবহ স্মৃতির ফিরে আসছে। শিউরে উঠছেন অনেকেই। সেই পরিস্থিতিতে এবার ভোটকর্মীদের পাশে দাঁড়াতে হেল্প ডেস্ক চালু করল সংগ্রামী য🦄ৌথ মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজীব দত্ত হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, কাল থেক🐻েই আমাদের হেল্প ডেস্ক চালু হয়ে যাবে।
সূত্রের খবর, মঞ্চের তরফে একটি ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। ভোট কর্মীরা কোনও সমস্যায় পড়লে সেই ইমেল আইডিতে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। শুক্রবার থেকেই এই হেল্প ডেস্ক চালু হবে। আর শুক্রবার থেকেই এখানে তাঁদᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের সমস্যার কথা জানাতে পারবেন ভোটকর্মীরা। আর কোনও সমস্যা জানতে পারলেই সংগ্রামী যৌথ মঞ্চ তা সংশ্লিষ্ট মহলকে জানিয়ে দেবে। শনিবার পঞ্চায়েত ভোটের দিন। সেদিন এই হেল্প ডেস্কে অভিযোগ জানানো যাবে।
ভোট নিতে গিয়ে ভোট কর্মীরা কোথাও সুরক্ষার অভাব বোধ করলে সেই ইমেল আইডিতে গোটা বিষয়টি লিখে জানাতে পারবেন। এরপর তৎক্ষণাৎ সংগ্রামী যৌথ মঞ্চের লোকজন সেই অভিযোগগুলিকে সংশ্লিষ্ট মহলের কাছেꦕ তুলে ধরবেন। প্রশাসনের গোচরে আনা হবে গো🐽টা বিষয়টি।
তবে শুধু ভোটের দিনই নয়, আগামী ১১ জুলাই যেদিন ভোট গণনা করা হবে সেদিনও সমস্য▨ায় পড়তে পারেন ভোটকর্মীরা। সেকারণে সেদিনও এই হেল্প ডেস্ক চালু থাকবে। সূত্রের খবর, এই ইমেল আইডিতে ভোটকর্মীরা প্রয়োজনে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।
সংগ্রামী যৌথ মঞ্𝔍চের তরফে বলা হয়েছে, জেলা ভিত্তিক ভোট কর্মীদের সুরক্ꦰষার জন্য আমরা থাকছি সরাসরি শহিদ মিনার থেকে। আগামী ০৭ জুলাই, ৮ জুলাই ও ১১ জুলাই এই হেল্প ডেস্ক থাকবে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই হেল্প ডেস্ককে ঘিরে ব্যপক উৎসাহ দেখা গিয়েছে। কোথাও বড় কোনও সমস্যা হলে সেখানে অন্য কারোর সুবিধা না পেলেও সংগ্রামী যৌথ ✨মঞ্চের সহযোদ্ধাদের সহায়তা যে তারা পাবেন এটা বুঝতে পারছেন ভোটকর্মীরা।
এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশের দাবি, সাগর, পাথরপ্রতিমা এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। পর্যাপ্ত নিরা🌠পত্তা নেই। এটা দেখা দরকার।