পঞ্চায়েত ভোট মানেই গ্রাম দখলের লড়াই। একেবারে সাজো সাজো রব। এদিকে ভোটপ্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় তার জন্য় সবরকম ব্যবস্থা করা হচ্ছে। সুরক্ষার যাবতীয় বন্দোবস্তও করা হচ্ছে। তবে এবার প্রশ্ন নির্বাচন প্রক্রিয়া শেষ করে ভোটকর্মীরা কীভাবে বাড়ি ফিরবেন? কারণ ভোট শেষে গোছগাছ করতে অনেক সময়ই বেশ রাত হয়ে যায়। তবে এবার চিন্তা অনেকটাই কমবে ভোটকর্মীদের। এবার ভোটকর🐻্মীদের গভীর রাতে বাড়ির কাছাকাছি স্টেশনে ফেরার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে করেই ফিরতে পারবেন তারা।
সূত্রের খবর, মূলত শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার, ক্যানিং ও নামখানা স্টেশন থেকে এই ট্রেনগুলি ছাড়বে বলে খবর। সেক্ষেত্রে যারা ওই সমস্ত জায়গায় ভোট নিতে য🍰াবেন তাদের কিছুটা হলেও সুবিধা হতে পারে। জেলা প্রশাসন ও পঞ্চায়েতের নির্বাচনী অফিসারদের বিশেষ অনুরোধেই এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বলে খবর।
এবার জেনে নেওয়া যাক ঠিক কখন এই ট্রেনগুলি চলবে?
সূত্রের খবর, শেষ ট্রেন চলে যাওয়ার পরেও এই ভোট স্পেশাল ট্রেনগুলি চলবে। এই ট্রেন যে রুটে চলবে তার মধ্যবর্তী সব স্টেশনেই থামবে। এদিকে অনেক সময়ই দেখা যায়, শিয়ালদা দক্ষ𒀰িণ শাখায়ౠ থাকা একটি স্টেশন থেকে ভোটকেন্দ্র অনেকটা ভেতরে হয়। ভোট শেষ করে বাড়ি ফিরতে মহা সমস্যায় পড়ে যান ভোটকর্মীরা। তবে এবার তাদের জন্য সুখবর। গভীর রাতে স্টেশনে আসার পরেও ট্রেন পাবেন তারা। এরপর তারা সেই ট্রেনে করেই বাড়ি ফিরতে পারবেন।
শিয়ালদার দিকে যাবে এই ট্রেনগুলি। ডায়মন্ডহারবার থেকে একটি ট্রেন রাত ১টার সময় ছাড়বে। সেটা রাত ২টো ২৭ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। এরপর রাত ১টায় ক্যানিং থেকে একটি ট্রেন ছাড়বে। সেটা শিয়ালদা পৌঁছতে প্রায় রাত ২টো ৫ মিনিট হয়ে যাবে। রাত পৌনে ১২টা নাগাদ নামখানা স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে। সেটাও ভোট স্পেশাল𓄧। সেই ট্রেনটি শিয়ালদায় যাবে রাত ২টো ২০ মিনিটে।