পশ্চিম মেদিনীপুরের গড়বেতার একদা দলের দাপুটে নেতা সুশান্ত ঘোষের বুথেই প💝্রার্থী দিতে পারল না সিপিএম। তাঁর দাবি শংসাপত্রের সমস্যার জেরেই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। তবে সিপিএম নেতা অভিযোগ, শাসকদল ভয় দেখিয়ে বিরোধীশূন্য করতে চাইছে। গড়বেতার তিন নম্বর ব্লকের উড়াসায় গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর বুথেই প্রার্থী দিতে পারেনি সিপিএম।
(পড়তে পারেন। BDO-র বিরুদ্ধে মনোনয়ꦛ♈ন কারচুপির অভিযোগে CBI তদন্ত, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য)
উল্লেখযোগ্য বিষয় হল, শুধু বামেরা নয়, বিজেপিরও কোনও প্রার্থী নেই ওই 🤪বুথে। যার ফলে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত ওই আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ময়না র🤪ায়।
কোন প্রার্থী দিতে পারল না সিপিএম? ল𓆏োকের অভাব না কি অন্য কোনও কারণ রয়েছে? জবাবে সুশান্ত ঘোষ বলেন, 'ওই আসানটি সংরক্ষিত। যাকে প্রার্থী হিসাবে আমরা দাঁড় করালাম তাঁর সার্টিফিকেট নিয়ে কিছু সমস্যা রয়েছে। তাই মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে।'
তবে এই নয় যে এটাই জেলার সব জায়গার ছবি। সিপিএম নেতার দাবি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে লড়াই দিচ্ছে দল। গ্রামের ৩টি বুথে পঞ্চায়েতের চারটি আসনের মধ্যে ২টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনেও সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি বলেন, 'যাঁরা লোক নেই বলছেন তাঁরা আসলে এই নির্বাচনকে বিরোধী শূন্য করতে চাইছেন। মিথ্যা মামলার ভয় দেখিয়ে কোণঠাসা করতে চাইছেন।' তবে পাশের বুথে সুশান্ত ঘোষের পরিবারের সদস্য প্রার্থী হয়েছেন। এ নিয়ে সিপিএম নেতা বলেন, ‘পাশের বুথে 🐼আমার ভাইয়ের স্ত্রী প্রার্থী হয়েছে।’