পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলছে রাজ্যজুড়ে। ভোটগ্রহণের দিন সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে ৫ জন তৃণমূল কর্মী - সমর্থক। লাগাতার রক্তপাতের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে টুইটারে তুমুল আক্রমণ করলেন তিনি। পঞ্চায়েতের ভোটগ্রহণকে ‘দানবের উৎসব’ বলে উল্ল✅েখ করেন তিনি।
এদিন টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের পঞ্চায়েত 🦩ভোট, কার্নিভাল 𓄧অফ ‘DEMO’N’CRACY’
শুভেন্দু লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতাকে রক্ষা করতে উদগ্র ও সুপারি কিলার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্যজুড়ে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন’। এর সঙ্গে বিভিন্ন জায়গ♋ায় ভোট হিংসার ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। এদিন টোটো করে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলে ভোট দেন শুভেন্দুবাবু।
পঞ্চায়েতের ভোটগ্রহণ চলাকালীন নন্দীগ্রামে নিজের ভোটকেন্দ্রেꩵর বাইরে তিনি যেতে পারবেন না বলে শুভেন্দুকে নোটিশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেও কোনও স্বস্তি পাননি শুভেন্দু অধিকারী। ফলে শনিবার গোটা দিন তাঁকে কাটা💖তে হবে নন্দীগ্রামেই।
শনিবার সকাল ৭টা থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ🃏্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর বেলা ১২টা পর্যন্ত রꦺাজ্যে ভোটগ্রহণের দিন মৃত্যু হয়েছে ৭ জনের।