বিদ্রোহী শুভেন্দুকে বাগে আনতে উপ – মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের এগরায় এক নির্বাচনী জনসভায় এই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেই। শুভেন্দুর দাবি পত্রপাঠ খারিজ করেছে তৃণমূল।এদিন এগরার দুবদায় এক নির্বাচনী সভায় শুভেন্দু বলেন, ‘আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেয়নি। ৫টা দফতরের মন্ত্রী ছিলাম। HDA-র চেয়ারম্যান, HRBC-র চেয়ারম্যান ছিলাম। ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। শেষ পয়লা ডিসেম্বর ২০২০ উপ-মুখ্যমন্ত্রীর অফার দিয়েছিল। সেটাও ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। কেন? পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে’।শুভেন্দুর দাবি খারিজ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের তরফে শুভেন্দুকে কখনও উপ-মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়নি। শুভেন্দু নিজেই এক নেতা মারফৎ এই শর্ত দিয়েছিলেন। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেয় দল। ভোটের মুখে অপ্রাসঙ্গিক হয়ে দর বাড়াতে এসব কথা বলছেন শুভেন্দু।২০২০ সালের ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তাঁকে ধরে রাখতে একের পর এক বৈঠক করে দল। কিন্তু শেষ পর্যন্ত দলত্যাগ করে গেরুয়া পতাকা ধরেন তিনি। এর পরই শুভেন্দুর বিরুদ্ধে গদ্দার বলে প্রচার শুরু করে তৃণমূল।