পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটেছে। গুলি চালানো, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছেন একা𝓡ধিক মানুষ। তাছাড়া, ব্যালট বাক্স ও ব্যালট পেপার চুরি, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক জেলায়। সেইসঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগ তো রয়েইছ। আর এই সবের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটল বীরভূমে। পাহারা দিয়ে নিয়ে ব্যালট বাক্স যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল নির্দল প্রার্থীর দুই🗹 কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছে। এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: জারি স্বজনহারাদের কান্নার রোল, ভোররাতে মৃত্যু পঞ্চায়েত হিংসায় জখম তৃণমূল করꦰ্মীর
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সবুর শেখ ও রহমত শেখ। মুরারই বিধানসভার মিত্রপুর গ্রাম থেকে ভোট শেষে একটি গাড়িতে করে ব্যালট বাক্স নিয়ে ভোটকর্মীরা আরসি সেন্টারের উদ্দেশে যাচ্ছিলেন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে যেভাবে ভোট চুরি, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, সেই আশঙ্কায় ওই গাড়ি পাহারা দেওয়ার জন্য তার পিছনে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন সবুর ও রহমত। সেই সময় একটি চার চাকা গাড়ি তাঁদের বাইকে ধ🍰াক্কা মারে। এরমধ্যে একজনের মাথা পিষে দিয়ে চলে যায় গাড়িটি। অন্য একজন বাইক থেকে অনেকটাই দূরে ছিটকে পড়ে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।এদিকে, খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।
প্রসঙ্গত, পঞ্চায়েতের হꦓিংসায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ভোটের দিন বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুরে তৃণমূল–আরএসপি’র সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন এক তৃণমূল কর্মী। আজ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পঞ্চায়েত ভোটের দিন হিংসা🎃র ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে তাতে ওই দুই নির্দল কর্মীর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।