কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। নির্বাচনের ফল ঘোষণার পর টানা ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। আর এমনই রায় দিয়েছিল আদালতও। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর খরচ কে দেবে? এটা তো কেন্দ🐼্রীয় সরকারেরই দেওয়ার কথা। আর তাই এই খরচ বাবদ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রায় সাড়ে তিনশো কোটি টাক💃ার হিসাব পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। হিসেবের খতিয়ান এবং তার সঙ্গে চিঠিও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
ঠিক কী লেখা আছে চিঠিতে? সূত্রের খবর, কিছুদিন আগেই একবার এই টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এবার খরচের বিস্তারিত হিসাব দিয়ে চিঠি দেওয়া হল। ওই চিঠিতে লেখা আছে, ‘কেন্দ্রীয় বাহিনীর ভরণপোষণ এবং অন্যান্য পরিষেবা দিতে যা খরচ হয়েছে তা বিস্তারিত পাঠানো হল। দয়া করে এই খরচের টাকা পাঠাবেন। কারণ আরও কিছুদিন আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে থাকবে।’ কলকাতা হাইকোর্টের রায় ছিল, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে। কিন্তু কোনও♔ খরচ রাজ্যের থেকে চাইতে পারবে না কেন্দ্র। আর কেন্দ্রীয় বাহিনীর থাকা–খাওয়া, গাড়ি, গাড়ির তেল–সহ নানা খরচ করতে হয়েছে রাজ্যকে। তাই প্রায় ৩৫০ কোটি টাকার বিল পাঠানো হয়েছে।
কবে টাকা পাঠাবে কেন্দ্র? এই নিয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য এখনও জানা যায়নি। কারণ চিঠি পৌঁছলেও এবং তা দেখা হলেও কোনও উত্তর দেওয়া হয়নি। নবান্ন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছি🏅ল, নিখুঁতভাবে হিসাব তৈরি করতে। যাতে কোনও ভুলভ্রান্তি না থাকে। নির্বাচন মিটলে সেই হিসাব পাঠানো হবে কেন্দ্রের কাছে। তাই এবার তা পাঠিয়ে দেওয়া হল। তবে এই ৩৫০ কোটি টাকার পরেও আরও বেশ কিছু পরিমাণ অর্থ খরচের হিসাবও পাঠানো হবে বলে খবর। কারণ আরও ১০ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিং✅সা নিয়ে দলের নেতাদের সতর্ক করলেন শুভেন্দু, কেন এমন বার্তা?
আর কী জানা যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি ভালভাবে হেরেছে। তাই একটা ক্ষোভ থেকে যাচ্ছেই। কয়েকটি জায়গায় জিতলেও গোটা গ্রামবাংলার কাছে তা নগণ্য। তাই রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলেও এখনও একশো দিনের কাজের বকেয়া টাকা আসেনি। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর টাকা কবে আসবে? সেটা এখনই বলা যাচ্ছে না। একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রক লিখিতভাবে জানিয়েছে, অতীতে কেন্দ্রীয় বাহিনীর ১৮৫২ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। জরিমানা–সহ ওই অর্থ তারা চেয়েছিল রাজ্যের কাছে। পাল্টা রাজ্য জানিয়েছিল, রাজ্য ন𒆙িজে থেকে কেন্দ্রীয় বাহিনী চায় না। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। তাই খরচের বিষয়টা তাদেরই দেখা উচিত। এবার আদালতেরও রায় রয়েছে। ফলে টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকেই।