বিগত দিনে তৃণমূলের জন্য দুই অস্বস্তির নাম - আনিস খান ও বগটুই। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পর প্রশ্ন উঠেছিল, তবে কি এই দুই ঘটনার জেরে সংখ্যালঘুদের মধ্যে আস্থা হারাচ্ছে ঘাসফুল শিবির? এই প্রশ্নের নির্দিষ্ট কোনও জবাব এখনও মেলেনি। পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু অধ্যুষিত বহু এলাকায় তৃণমূলের বিরুদ্ধে দেখা গিয়েছে 'প্রতিরোধ'। ভোটের ফলে হয়ত এই সব জায়গায় একচেটিয়া ভাবে জয়ী হয়েছে তৃণমূল। তবে সেই ফলাফল নিয়ে সংশয় অনেকের মনেই। পঞ্চায়েত নির্বাচনের দিন দেদার ছাপ্পা থেকে মৃত্যুর ঘটনা দখেছে গোটা রাজ্য। তবে এত কিছুর মাঝেও তৃণমূলকে স্বস্তি দিল আমতা, বগটুই। পঞ্চায়েত নির্বাচনে এই দুই জায়গায় বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল 'পীড়িতদের'। তবে কোনও আবেগের প্রতিফলন ভোট বাক্সে পড়েনি। (পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)