পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট ২০২৩ ঘিরে ভোট গ্রহণ হয়েছে গত ৮ জুলাই। ভোট ঘিরে হি𒊎ংসার জেরে ১০ জুলাই সোমবার বেশ কিছু এলাকায় হয়েছে পুর্ননির্বাচন। এরপরই ১১ জুলাই সকাল থেকে শুরু হয় ভোট গণনা। গণনার প্রাথমিক পর্যায় থেকেই দেখা যায় গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সমস্ত দিক থেকেই ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিকে, লড়াই দিচ্ছে বিজেপি, বাম ও কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ঘিরে ভোটের ছবি একনজরে দেখে নেওয়া যাক।
𝔉শেষ পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েত দখলের নিরিখে পূর্ব মেদিনীপুরে ৪২৯০ টি আসনের মধ্যে সব 💟কয়টিতেই লড়াই হয়েছে। সেখানে ১২ টি তৃণমূল জিতে গিয়েছে ও ১৫৮ টি তে এগিয়ে রয়েছে। বিজেপি ৫ টিতে জিতে ৮৯ টিতে এগিয়ে রয়েছে। সিপিআই ১ টিতে এগিয়ে, সিপিআইএম ১৫ টিতে এগিয়ে, ১ টিতে জিতেছে। কংগ্রেস এগিয়ে একটিতে।
পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের নিরিখে ৩৮৮১ টি আসনে হয়েছে ভোট। ৬৫ আসন সেখানে জিতে ফেলেছে তৃণমূল। ৮১ টি আসনে তারা এগিয়ে। ফলে এলাকা র পর এলাকা জুড়ে উড়ছে সবুজ আবীর। বিজেপি ৭ টি জিতেছে, এগিয়ে রয়েছে ৩৭ টিতে। সিপিআই ১টিতে এগিয়ে, সিপিআইএম ২ টিতে জিতಌেছে, ১১টিতে এগিয়ে। কংগ্রেস এখানে ১ টি আসনে জয়লাভ করেছে।