উৎপল পরাশর, প্রিয়াঙ্কা দেববর্মন ও অ্যালিস ইয়োসু
রাত পোহালেই তিন রাজ্য়ের ভোটের ফলাফল। নাগাল্যান্ড, মেঘালয় ও তಌ্রিপুরা। সবার চোখ এখন ওই বন্ধ ইভিএমের দিকে। ওর মধ্যেই রয়েছে ভাগ্য়ের চাবিকাঠি। বৃহস্পতিবারের গণনার জন্য় যাবতীয় ব্য়বস্থা রাখা হয়েছ🅺ে।
এক্সিট পোলের হিসেব বলছে ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে এখানে তඣ্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী টুইট করে মঙ্গলবার জানিয়েছেন, তি♛ন রাজ্যেই ꧃আমাদের সরকার গঠন হবে। আগেও এই রাজ্যগুলিতে এনডিএ সরকার তৈরি হয়েছিল। এবারও তাই হবে।
এদিকে তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার রাতে গুয়াহাটির একটি হোটেলে অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসেছিলেন। এরপরই নানা জল্পনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে ফের মেঘালয়ে সহযোগী শক💙্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার উদ্যোগ নেবে বিজেপি।
তিন রাজ্যেই ৬০টি করে আসন রয়েছে। তবে মেঘালয়ে ও নাগাল্যান্ডে ෴৫৯টি আসনে ভোট হয়েছিল। নাগাল্যান্ডের একটি আসনে বিনা লড়াইতে জয়ী হয়েছেন এক বিজেপি প্রার্থী। অন্যদিকে মেঘালয়ের একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হয়েছিল। তারপর সেখানে ভোট স্থগিত হয়ে যায়।