এবিপি নিউজ সি ভোটার সমীক্ষা। ভোটের 🦹আগেই এই সমীক্ষা। মধ▨্য়প্রদেশ, ছত্তিশগড়ে, রাজস্থানে কারা সরকার গড়তে পারে। তার ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা।
এই তিন রাজ্যের ভোটকেই লোকসভা ভোটের সেমিফাইনাল বলে ধরা হচ্ছে। লাইভ হিন্🦩দুস্তানে সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে।
মধ্য়প্রদেশে কমল ফুটবে নাকি কমল নাথ রাজ করবেন?
মধ্য়প্রদেশে বর্তমানে বিজেপি সরকার। মোট আসন ২৩০। সরকার গড়তে গেলে ১১৬ ম্যাজিক ফিগার দরকার। এবিপি -সি ভোটার সমীক্ষা বলছে, ওই রাজ্য়ে কংগ্রেস সরকার গড়তে পারে। কংগ্রেস ১১৮-১৩০ আসন পেতে পারে। বিজেপি ৯৯ থেকে ১১১ আসন পেতে পারে। অন্যান🍨্যরা ২টি আসন পেতে পারে। কংগ্রেস ৪৪ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভো🐭ট। অন্যান্যরা ১৪ শতাংশ পেতে পারে।
রাজস্থানে কি কাজ করবে মোদী ম্যাজিক?
রাজস্থানে সরক♈ারে রয়েছে কংগ্রেস। সব মিলিয়ে আসন ২০০টি। ম্যাজিক সংখ্য়া ১০১ সরকার গড়ার জন্য। সার্ভে বলছে সরকার গড🎀়তে পারে বিজেপি। বিজেপি ১১৪-১২৪ আসন পেতে পারে। কংগ্রেস ৬৬-৬৭ আসন পেতে পারে। অন্যান্যরা ৫-১৩টি আসন পেতে পারে। বিজেপি ৪৫ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ১৩ শতাংশ ভোট।
ছত্তিশগড় কি পদ্ম ফুটবে?
ছত্তিশগড়ে সরকারে রয়েছে কংগ্রেস🐬। সব মিলিয়ে আসন সংখ্য়া ৯০। সরকার গড়তে দরকার ৪৬টি আসন । সমীক্ষা বলছে কংগ্রেস সরকার গড়তে পারে। সমীক্ষা রিপোর্ট বলছে ৪৫-৫১টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি ৩৬-৪২টি আসন পেতে পꦆারে। অন্যান্যরা ২-৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১২ শতাংশ ভোট।
তবে এই সমীক্ষা যদি মিলে য🍒ায় তবে বিজেপিℱর কপালে দুঃখ আছে। বিজেপি মাত্র একটা রাজ্যে এগিয়ে রয়েছে সমীক্ষা অনুসারে। মধ্য়প্রদেশও হাতছাড়া হতে পারে। ছত্তিশগড়ে ফের কংগ্রেস ক্ষমতায় আসতে পারে।