বিগত বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য খবরের শিরোনামে থেকেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইℱপ্যাক। আর এবার মাদক সহ এক আইপ্যাক কর্মী গ্রেফতার হওয়া▨য় বিতর্কে জড়াল সংস্থাটি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোয়াতে আইপ্যাকের ভাড়া নেওয়া এক বাড়িতে পুলিশ হানা দিয়ে। সেই অভিযানের সময়ই আইপ্যাক কর্মীকে গ্রেফতার করে।
গত ১৪ ফেব্রুয়✱ারি গোয়ায় ভোটগ্রহণ। তার আগে তৃণমꦐূলের পরামর্শদাতা সংস্থার কর্মী এভাবে গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে পড়তে পারে ঘাসফুল শিবির ও আইপ্যাক। উল্লেখ্য, তৃণমূলের সাথে আইপ্যাকের সম্পর্কে ছেদ নিয়ে চরমে জল্পনা। জানা গিয়েছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএমএস বিনিময় হয়েছিল প্রশান্ত কিশোরের। পিকে নাকি মমতাকে জানিয়েছিলেন যে আইপ্যাক বাংলা, ত্রিপুরা আর মেঘালয়ে তৃণমূলের সাথে কাজ করতে ইচ্ছুক নয়। এর জবাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ’। আর এরপরই জল্পনা শুরু হয়েছিল আইপ্যাক-তৃণমূল বিচ্ছেদ নিয়ে।
যদিও এই জল্পনার মাঝেই প্রশান্ত কিশোর ঘনিষ্ঠ এক আইপ্যাক কর্তা হিন্দুস্তান টা🌱ইমসকে জানিয়েছিলেন, তৃণমূলের সাথে গোয়ায় একযোগে কাজ করছে সংস্থা। এদিকে গোয়ায় তৃণমূলের নির্বাচন কমিটির দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্রও এই একই কথা বলেছিলেন।