সিপিএম পরিচালিত লেফট ডেমোক্রাটিক ফ্রন্ট( এলডিএফ) কেরলের উপনির্বাচনে ভালো ফলাফল করেছে। কেরলের ১০টি জেলায় অন্তত ২৩টি লোকাল বডি নির্বাচনে বড় জয় পেল বাম গণতান্ত্রিক ফ্রন্ট। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। বাংলায় সিপিএমের যখন শোচনীয় অবস্থা তখন কেরলে কিছুটা হলেও💎 স্বস্তিতে সিপিএমে।
বৃহস্পতিবার ওই উপনির্বাচন হয়েছিল𓄧। ১৮টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, ৪টি পুরসভার ওয়ার্ড ও একটি মিউনিসিপ্যাল ওয়ার্ডে এই ভোটের আয়োজন করা হয়েছিল।
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুসারে জানা গিয়েছে, এলডিএফের জেতা ওয়ার্☂ডের সংখ্য়া চার থেকে ৯টি বাড়িয়েছে। তবে কংগ্রেস পরিচালিত ইউডিএফের আসন সংখ্য়া কমে ১৪ থেকে ১০ হয়ে গিয়েছে। এদিকে এর আগে বিজেপির চারজন নির্বাচিত সদস্য ছিলেন। এবার মাত্র তিনটি ওয়ার্ডে জ🐓িততে পেরেছে তারা। বাকি একটা ওয়ার্ডে একজন নির্দল প্রার্থী জয় পেয়েছেন।
তাৎপর্যপূর্ণভাবে এলডিএফ এবার বিজেপির কাছ থেকে থিরুবনন্তপুরমের ভেল্লার ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছে। ১৫১টি ভোটে জয় পে🤡য়൲েছে তারা। এটা বিজেপির কাছে বড় ধাক্কা।
সেই সঙ্গেই নেদুমাবাসেরি প🍃ঞ্চায়েতে এলডিএফের জয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেরলে কা💯র্যত বড় জয়ের মুখ দেখল এলডিএফ। তবে কংগ্রেসের অবস্থা বেশ শোচনীয়। মাত্তানুর পুরসভা এলাকায় বিজেপি কংগ্রেসকে হারিয়ে বড় জয় পেয়েছে। বিজেপি প্রার্থী মধুসূদন কংগ্রেসের জয়চন্দ্রন কেভিকে ৭২ ভোটে হারিয়ে দিয়েছে। এখানে প্রথম জয় পেল বিজেপি।