নির্বাচনী সভার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল আম আদমি পার্টি (আপ)। তবে সেই আবেদন প্𝓡রত্যাখ্যান করে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন সরকারি আধিকারিক। সেই অভিযোগে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তথা সহকারী রিটার্নিং অফিসারকে বরখাস্ত করা হল। আপের অভিযোগের ভিত্তিতে শনিবার হরিয়ানা সরকার কাইথালের সাব ডিভিশনাল ম্যাজিౠস্ট্রেট তথা সহকারী রিটার্নিং অফিসারকে বরখাস্ত করেছে।
আরও পড়ুন: ‘জেল কি তালে টুটেঙ্গে,’ তিহাড় থেকে বেরিয়েই গাড়ি🦂র মাথায় উঠলেন সঞ্জয় স♒িং
জানা গিয়েছে, ওই সব ডিভিশনাল ম্যাজিস🉐্ট্রেটের নাম ব্রহ্ম প্রকাশ। তিনি একজন হরিয়ানা সিভিল সার্ভিস (এইচসিএস) অফিসার। নির্দেশে বলা꧙ হয়েছে, বরখাস্ত থাকাকালীন প্রকাশ চণ্ডীগড়ে হরিয়ানা সরকারের মুখ্য সচিবের সদর দফতরে থাকবেন। তিনি মুখ্য সচিবের অনুমতি ছাড়া সদর দফতর ছেড়ে যেতে পারবেন না।
আপ শুক্রবার অভিযোগ করেছিল, যে দুটি নির্বাচনী সভা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে তারা এসডিমের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু, সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। শুধু তাই নয়, অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল। আপের হরিয়ানা ইউনিটের প্রধান তথা কুরুক্ষেত্র আসনের প্রার্থী সুশীল গুপ্ত জানান, তিনি ৭ এপ্রিল দুটি নির্বাচনী কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিলেন। তাঁর অভিযোগ, ‘আমরা যে উত্তর পেয়েছি, তাতে একটি ক্ষেত্রে অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে বলে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। পরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।’ সরকারি আধিকারিকের এমন মন্তব্যে হতবাক হয়ে যান আপ নেতারা। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানান।𒁃 বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আধিকারিকের এমন আচরণে হতবাক হয়ে যান অন্যান্য বিরোধীরাও। তারাও আধিকারিককে বরখাস্ত করার দাবি জানান।
শেষ পর্যন🐎্ত ওই আধিকারিককে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ব্রহ্ম প্রকাশের অফিসে একজন কম্পিউটার অপারেটর রয়েছেন। অভিযোগ উঠেছে, আপকে জেলায় নির্বাচনী সমাবেশ করার অনুমতি অস্বীকার করার সময় তিনি অসঙ্গত ভাষা ব্যবহার করেছেন। এর পরে এসডিএম ব্রহ্ম প্রকাশ তাঁর অফিসের ৫ কম্পিউটার অপারেটরকে অবিলম্বে সাসপেন্ড করে দেন। এর পাশাপশি পুলিশকেও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেন। আর এবার সেই এসডিএমকে বরখাস্ত করা হল।