না বললে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, আলিগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বিধানসভা বর্তমানে বিজেপির দখলে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জন্য বিখ্যাত আলিগড়ে বর্তমান সাংসদও বিজেপির। এবারও সেই সতীশ কুমার গৌতম প্রার্থী। সামনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে সমাজবাদী পার্টির বিজেন্দ্র সিং। তিনি অতীতে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ২৬ এপ্রিল দ্বিতীয়ඣ দফায় ⛎এখানে ভোটগ্রহণ করা হবে।
খয়ের, বারৌলি, আত্রৌলি, কৈল ও আলিগড় 𝄹বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। ১৯৫২ সাল থেকেই এই কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বশেষ নির্বাচনে এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির সতীশ কুমার গৌতম জয়ী হয়েছিলেন। ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি থেকে জাতীয় কংগ্রেসের চাঁদ সিঙ্গাল জয়ী হয়েছিল। ১৯৫৭ সালে নারদেও এই কেন্দ্র থেকে জয়ী হন জাতীয় কংগ্রেসের টিকিটে। ১৯৬২ সালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বুধাপ্রিয়া মৌর্য এই কেন্দ্র থেকে জয়ী হন।
১৯৬৭ এবং ১৯৭১ সালের নির্বাচনে ভারতীয় ক্রান্তি দলের প্রার্থী শিব কুমার শাস্ত্রী সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৭ এবং ১৯৮০ সালে জনতা দলের পক্ষ থেকে যথাক্রমে নবাব সিং চৌহান এবং ইন্দ্র কুমারী এই কেন্দ্র থেকে জয়ী হন। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে উষা তোমর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন এই কেন্দ্রে। জনতা দলের সত্যপাল মালিক ১৯৮৯-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। জাতীয় কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির শিলা গৌতম ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত পরপর চারটি লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০০৪ সালের লোকসভায় জাতীয় কংগ্রেসের এই কেন্দ্রটি নিজেদের দিকে ফিরিয়ে আনেন বিজেন্দ্র সিং। ২০০৯-এর লোকসভা নির্বাচনে বহু জন সমাজবাদী পার্টির রাজকুমারী চৌহান এই কেন্দ্রে জয়ী হন। ২০১৪ সালে বিএসপির প্রার্থী অরবিন্দ কুমার সিংকে পরাজিত করে বিজ♐েপির প্রার্থীর সতীশ কুমার গৌতম ৪৮ শতাংশ ভোট নিয়ে জয়ী হন। বিএসপি এবং এসপির প্রার্থীরা যথাক্রমে ২১.৪ শতাংশ এবং ২১.২৫ শতাংশ ভোট পান।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেখা যায় এই কেন্দ্রটিতে বিজেপির সতীশ কুমার গৌতম ৮ শতাংশ ভোটের শেয়ার বৃদ্ধি করে বিএসপির অজিত বালিয়ানকে ২০ শতাংশের কাছাকাছি ভোটে পরাজিত করেন। এই নির্বাচনে বিএসপি এই কেন্দ্রে ভোটে লড়েনি এবং জাতীয় কংগ্রেস ꦓ ৪.৩৭ 🌄শতাংশ ভোট পায়। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে খায়ের, বারৌলি, আত্রৌলি, কৈল, আলিগড় কেন্দ্রগুলিতে যথাক্রমে অনুপ প্রধান, ঠাকুর জয়বীর সিং, সন্দীপ সিং, অনিল পরাশর, মুক্তা রাজা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জয়ী হন। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নিরিখে এই কেন্দ্রে বিজেপির বিপুল জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।