বুথের মধ্যে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্রকে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের পুরুষ এজেন্টদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁকে বুথে বসতে দেওয়া হয়ন꧃ি। তৃণমূল এজেন্টরা তাঁকে বাধা দেয়। পাশাপাশি বুথের মধ্যে তৃণমূলের পুরুষ পোলিং এজেন্টরা তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায়🍒 গালিগালাজ করে। শেষে বাধ্য হয়ে নিচেই বসে পড়েন সুজন কন্যা। বালিগঞ্জ সার্কুলার রোডের মর্ডান হাইস্কুলের বুথে এই ঘটনা ঘটেছে।খবর পেয়ে সেখানে পৌঁছন দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা হালিম।
আরও পড়ুন: বুথের বাইরে অবৈধ জমায়েত সꦗরাতে গিয়ে সৃজনকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা বারুইপুরে
অভিযোগ, ওই বুথে দু-তিনজন পুরুষ এজেন্ট সুজন কন্যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি কটুক্তি করে। আরও অভিযোগ, ঘটনার সময় বুথের ভিতরে রাজ্য পুলিশ ছিল, যা থাকার কথা নয়। পরে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকলকে বাইরে বের করে দেয়। এমনকী খবর পেয়ে সায়রা হালিম বুথের ভিতরে গেলে তাঁকেও কেন্দ্রীয় বাহিনী তাকেও বাইরে বের করে দেয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর দাবি করে, যে বুথের ২০০ মিটারের মধ্যে 🌊প্রার্থীও ঢুকতে পারবে না। যদিও কোথায় সেই নিয়ম রয়েছে সে কথা অবশ্য জানাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত, শুধু এই বুথে নয়, দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি বুথে সিপিএম এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন সায়রা হালিম। তাঁর অভিযꦐোগ, বেশ কিছু জায়গায় সিপিএম-কে মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে।
যদিও অন্যান্য এজেন্টদের অভিযোগ ছিল, সুজন কন্যা মদ্যপ অবস্থায় বুথের ভিতরে ঢুকেছিলেন তাই তারা আপত্তি জানিয়েছিলেন। তবে হেনস্থা করার অভিযোগ তারা অস্বীকার করেছেন। অন্যদিকে, সে বিষয়টি খতিয়ে না দেখে প্রিসাইডিং অফিসার বুথের ভিতরে চুপ করে বসেছিলেন বলে অভিযোগ। এবিষয়ে সুজন কন্যার অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বুথে বসতে দেওয়া হচ্ছিল না। সায়রা হালিমের অভিযোগ, তিনি বারবার বুথে এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলে আসছেন। আবার সেই অভিযোগ সামনে এꦏল। প্রসঙ্গত, আজ ভোট হচ্ছে বাংলার ৯ টি কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অভিযোগ সামনে আসছে। একাধিক বুথে মারধরের ঘটনা ঘটেছে।