তুমুল বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুরের সিপিএম প্রার্থীর সৃজন ভট্টাচার্য। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানের পাশাপাশি জয় বাংলা স্লোগান দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। ক্রমেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। তৃণমূলের কর্মীর সমর্থকদের সঙ্গে ব𓃲চসায় জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী। কোনওভাবে পুলিশ তাঁকে সেখান থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আ🍨নে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন বাম প্রার্থী।
আরও পড়ুন: যাদবপুরে আক্রান্ত CPM কর্মী, বু💛থে না বসার হুমকি, অভিযুক্তকে ধরিয়ে দিলেন সৃজন
বারুইপুরের ওই বিদ্যালয়ে সিপিএমের এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। সেই খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। এরপর তাঁর গাড়ি সেখানে পৌঁছতেই বিক্ষোভে🐻র মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁকে ঘ🌳িরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তীব্র উত্তেজনা তৈরি হয় সিপিএম প্রার্থী সৃজন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে।সৃজনের অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে মারতে উদ্ধত হন। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমভাবে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।
হিমছি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে এদিন উত্তেজনা ছড়ায়। সিপিএম প্রার্থী এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তুললেও পাল্টা তৃণমূল কর্মীরা দাবি করেন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সৃজন ভট্টাচার্যꦿ এসে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। তবে বুথের বাইরে প্রচুর মানুষ জড়ো হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।