ভাঙড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জনসভা করার অনুমতি দিল না প্রশাসন। এর ফলে বুধবার দুপুরে ভাঙড়ের কলোনি মাঠে শুভেন্দু অধিকারীর জনসভা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে দুপুরে সেখানে শুভেন্দুবাবু যাব🦋েন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খে🍒য়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেꦆন মোদী
পড়তে থাকুন - ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মো✅🐟দী
যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেল ৩টেয় ভাঙড়ের কলোনি ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমাঠে জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু এদিন বেলা পর্যন্ত পুলিশি অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিজেপি নেতারা। যার ফলে শুভেন্দুবাবুর সভা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তবে নির্ধারিত সময় সেখানে শুভেন্দুবাবু যাবেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
ব♓িজেপি সূত্রে জানা গিয়েছে, পুলিশ তাদের জানিয়েছে। ভাঙড়ে স্থানীয় তৃণমূল নেতাদের একটি সভা চলছে। এর মধ্যে বিজেপির সভা হলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে তারা।
বিজেপির দাবি, ভাঙড়ে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের অস্তিতꦛ্ব যাতে না থাকে সেজন্য𝕴ই পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেওয়া হয়নি। কারণ তৃণমূল জানে, গত কয়েক বছরে তারা যা করেছে তাতে মুসলিমদের একাংশও তাদের ওপর অসন্তুষ্ট। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার থেকে সাম্প্রতিক OMC শংসাপত্র বাতিল, বিজেপি নেতারা এই নিয়ে ভাঙড়ে গিয়ে প্রচার করলে চাপ বাড়তে পারে তৃণমূলের। তার ওপর বুধবারই কয়লা ও গরুপাচার
আরও পড়ুন - ভোট জিহাদ এগিয়ে নিয়ে য𒈔েতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
বলে রাখি, ক্ষমতায় থাকলেও ভাঙড় তৃণমূলের কাছে বরাবরের বধ্যভূমি। ২০১১ সালে গোটা রাজ্য দখল করে ফেললেও ভাঙড় দখল করতে পারেনি তৃণমূল। সেখানে জিতেছিল সিপিএম। ২০ﷺ১৬ সালে সিপিএম থেকে তৃণমূলে আসা আবদুর রেজ্জাক মোল্লার কল্যাণে ভাঙড় দখল করেছিল তৃণমূল। কিন্তু ২০২১এর প্রেসটিজ𓆏 ফাইটে আইএসফের নওসাদ সিদ্দিকির কাছে হেরে যায় তারা। ভাঙড়ে তৃণমূলের হারের প্রধান কারণ চরম গোষ্ঠীদ্বন্দ বলে স্বীকার করে থাকেন তৃণমূল নেতারাই। গোষ্ঠীদ্বন্দ সামাল দিতে লোকসভা ভোটের মুখে আরাবুল ইসলামকে গ্রেফতার করে জেলে ভরে রেখেছে তৃণমূল সরকার। এমনটাই দাবি আরাবুলের অনুগামীদের।