আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার প্রচারে বিরোধী দলের নেতানেত্রীꦑদের আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। রবিবার তিনি বলেন, ওদের হাতে জাতীয় পুরস্কারগুলো তুলে দিচ্ছে ইচ্ছা করছে। পালটা আসানসোলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘মোদীজি, অমিত শাহ, নড্ডা জি আছেন তো।’
আরও পড়ুন: সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পে✱লে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা
পড়তে থাকুন: বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলি🦂শে🤪র কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই
এদিন মিঠুন চক্রবর্তী বলেন, ‘বিরোধী রাজনীতিবিদরা যেভাবে অভিনয় করছেন সেটা দেখে আমার মনে হচ্ছে আমার তিনটে জ⛦াতীয় পুরস্কার আমি ফেরত দিয়ে দেব।’
মিঠুনের বক্তব💫্যের জবাবে বাবুল সুপ্রিয় বলেন, ‘বিজেপিতে তিন জন আছে। মোদীজি, অমিত শাহ আর নাড্ডাজি। তিন জনকে একটা করে অ্যাওয়ার্ড দিলেই হয়ে যায়। তিনটে অ্যাওয়ার্ড। ঠিকই তো আছে। উনি আমার মা - মাসির সঙ্গে একসঙ্গে কলেজে পড়েছেন। ওনার মামার বাড়ি আমার মামার বাড়ির পাশে। শিল্পী মিঠ♒ুন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি। সিরিয়াস রাজনীতি উনি সেভাবে করেননি। অনেকগুলো দলে গেছেন। কিছু একটা বলতে হয় যাতে দর্শক হাততালি দেবে, এরকম একটা চাপ মিঠুনদার ওপরে সব সময় থাকে। এটা সেরকমই একটা ডায়লগ’।
এদিন মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে উত্তেজনা দেখা দেয়। আসানসোলের বুধা মাঠ থেকে গড়াই রোড হয়ে মহিশিলা বটতলা ⭕পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুনের। অভিনেতাকে দেখার জন্য কয়েক ঘণ্টা আগে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। কিন্তু বটতলায় যেখানে রোড শো শেষ হওয়ার কথা ছিল তার কয়েক শ’ মিটার আগে হুড খোলা গাড়ি থেকে নেমে যান মিঠুন। সেখানে তাঁর জন্য দাঁড়িয়ে থাকা গাড়িতে করে কাচ তুলে বেরিয়ে যান তিনি।
আরও পড়ুন: টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু ꦯতা𓆉লেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI
এর পরই বিক্ষোভে ফেটে পড়ে তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জনতা। তাদের সামাল দিতে পালটা স্লোগান দিতে থাকಞেন বিজেপি কর্মীরা। সব মিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে। বিজেপি সূত্রে খবর, প্রচণ্ড গরমে মিঠুন অসুস্থ বোধ করছিলেন। তাই দ্রুত এসি গাড়িতে উঠে পড়েন তিনি।