সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়া অভিযুক্ত এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে মিছিলে হেঁটে নতুন করে বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ। এই ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পড়ছেন তিনি। শুধু তাই নয়, দলের ম🌌ধ্যেও এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ।
সোমবার ইন্দাসে মিছিল করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেই মিছিলে তাঁর সঙ্গে ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা। ওই বিজেপি নেতার বিরুদ্ধে ২৩ জানুয়ারি সোনামুখী এলাকায় এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগജ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু দল তাঁকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়। সেই নেতাকে পাশে নিয়ে সৌমিত্র খাঁ মিছিল করায় ক্ষোভ তৈরি হয়েছে দলীয় কর্মীদের মধ্যেও।
আরও পড়ুন। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ–মারধরের অভিযোগ, 🐓ঝাড়গꦰ্রামে রণক্ষেত্র চেহারা
মিছিলকে কেন্দ্র বিতর্ক
মিছিলের প্রথম সারিতে সৌমিত্র খাঁ, ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমারের পাশে অভিযুক💎্ত বিজেপি নেতাকে দেখা গিয়েছে।
ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ বলছেন, এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। এক বিজেপি কর্মীর কথায়,'বিজেপি নেত্রীর আত্মহত্যার পিছনে য🎉াঁরা ছিলেন, তাঁদের শাস্তি চেয়ে আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছিলাম। মামলা বিচারাধীন। কিন্তু তিনি এখন প্রার্থীর মিছিলে হাঁটছেন। প্রার্থী বলতে পারবেন কেন হাঁটতে দিলেন।'ꩵ
আরও পড়ুন। একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেꦇন্দু গড়ের দুটি আসন জেতার নির্🌊দেশ
কী বলছেন প্রার্থী?
প্রার্থী সৌমিত্র খাঁ এই๊ ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁরদাবি, মিছিলে কেউ হাঁটলে তাঁকে তো বাধা দেওয়া যায় না। অভি𝓰যোগ থাকলেও আদালতে তা প্রমাণিত হয়নি।
অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, 'যার চরিত্র যেমন তিনি তো তেমনই সঙ্গ খুঁজব✨েন। এটা বিজেপির কালচার। এর থেকে প্রার্থীর চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। '
আরও পড়ুন।খাজুরাহো লোকসভা কেন্দ্রে বড় চমক, 🦩ফরওয়ার্ড ব্লক প্রার্থীক෴ে সমর্থন কংগ্রেস- সমাজবাদী পার্টির
লোকসভা নির্বাচনের সব খবর পেতে এখানে ক্লিক করুন।