সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলে দল এবং কমিশনের শোকজ নোটিশ হাতে পেয়েছেল দিলীপ ঘোষ। এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বেলাগাম ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে তিনি 'অন্ধ গায়কের' সঙ্গে তুলনা করেন। বিজেপি নেতার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। রিপোর্ট অনুযায়ী, বুধবার কালনায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগছিলেন অসীম সরকার সেই সময়ই তিনি মমতার নামে কুকথা বলেন। (আরও পড়ুন: সনাতনকে বাঁচাতে সিরা꧋জের বিরুদ্ধে ব্রিটিশদের সাহাযꦿ্য করেন রাজা কৃষ্ণচন্দ্র: অমৃতা রায়)
আরও পড়ুন: কোন বোঝাপড়ায় মলদ্বীপ থেকে ৮৮ জওয়ান সরিয়েছে ভারত? রহস্য বাড়াল ൩মুইꦆজ্জু সরকার
ঠিক কী বলেছেন অসীম? বিজেপি প্রার্থী বলেন, 'মোদীজির উন্নয়ন এরা গ্রহণ করতে চায় না। যেগুলো নেয় সেগুলো নিজের নামে স্টিকার লাগিয়ে দেয়। নিজেদের নামে সেই সব প্রকল্প চালানো হয় এখানে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে - 'পোষা পাখি উড়ে যাবে সজনী এতদিন ভাবি নাই মনে'। শুনেছেন আপনারা গানটা। ওই গানটাই পাগল বিজয় সরকারের গ্রামের রতন কানা খুব ভালো গাইত। বিজয় সরকারের সেই গান থেকে তাঁর নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয়। দিদির অবস্থাও তাই। আমাদের মোদীজি এত বড় মাপের তো। সারা বিশ্বের চোখে তিনি প্রিয়। উনি যত প্রকল্প পাঠান, সেখানে ওঁর নাম বলতে মুখ্যমন্ত্রীর লজ্জা করে। তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এই জন্যই বলছি ওই রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তাই।' (আরও পড়ুন: সকাল সকাল🔜 গুলির 𓆉আওয়াজে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর, মৃত্যু CISF জওয়ানের)
আরও পড়ুন: অরুণাচল নিয়ে চরমে উঠেছে দ্বন্দ্ব, এ𒉰রই মাঝে ফের আলোচনার টেবিলে ভারত-চিন
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠিয়েছে তাঁরই দল। নির্বাচন কমিশনও কারণ দর্শানোর চিঠি হাতে ধরিয়েছে দিলীপের। এই আবহে গতকাল নিজের মন্তব্যের জন্য 'ক্ষমা' চেয়ে নিয়ে দিলীপ জানান, শোকজ নোটিশের জবাব সময়মতো তিনি দিয়ে দেবেন। এরই মাঝে অবশ্য ফের একবার তৃণমূলকে পালটা আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। ওঠে শুভেন্দু প্রসঙ্গ। এর আগে গত মঙ্গলবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 'চায় পে চর্চা'র সময় দিলীপ ঘোষ মমতাকে আক্রমণ শানাতে গিয়ে বলেছিলেন, 'বাংলা নিজের ভাইপোকে চায়। বিহার, উত্তরপ্রদেশ থেকে.....। দিদি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় (গিয়ে) বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।' (আরও পড়ুন: পকেটে ঢুকেছে ১৩💜৭৪৫ কোটি টাকা! কেন্দ্রীয় ঋণের 'সবচেয়ে বড়' সুবিধাভোগী বাংলা)
আরও পড়ুন: কংগ্রেসের 🍬ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বিষয়টি নিয়েও এবার মুখ খুলল আমেরিকা
পরে নিজের প্রসঙ্গে দিলীপ বলেন, 'আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়,যারা ভনিতা ✨করে অন্যায় করে তাঁর সম্বন্ধে আমি বলি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিবাদ নেই। তাঁর সম্বন্ধে আমার মনে কোনও ক্লেশ নেই, কোনও দূর্ভবনা নেই। উনি বার বার যে রাজনৈতিক বক্তব্য দিয়ে লোককে বিভ্রান্ত করেছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। যদি তাই হয় তাহলে আমি তার জন্য দুঃখিত। তবে আমার প্রশ্ন ম🃏ুখ্যমন্ত্রীরই পার্টির এক নেতা, তাঁরই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়কের বাবার নামে এর চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করেছেন। গালাগাল দিয়েছেন। তিনি একজন বর্ষীয়ান নেতা। তাঁর কোনও মানসম্মান নেই?'