মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাপ ঠিক’ করতে বলায় নির্বাচন কমিশনের কানমলা জুটল দিলীপ ঘোষের। সোমবার কমিশনের তরফে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপকে সতর্ক করে দেওয়া হয়েছে। রীতিমতো ‘ওয়ার্নিং’ দিয়ে কমিশনের তরফে জানানো🅰 হয়েছে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ। ভঙ্গ করেছেন আদর্শ আচরণবিধি। সেই পরিস্থিতিতে নির্বাচনের সময় তাঁর কথাবার্তা এবং ভাষণের উপর বাড়তি নজর রাখা হবে। ভবিষ্যতে যাতে তিনি এরকম অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকেন, সেজন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছেও ‘ওয়ার্নিং’-র চিঠি পাঠানো হয়েছে বলে সাফ জানিয়েছে কমিশন।
যদিও তাতে দিলীপ কতটা সতর্ক হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কমিশনের সেই ‘ওয়ার্নিং’-র বিষয়টি সামনে আসার মধ্যেই জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাকে টেনে এনে বিতর্কিত মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজে🔯পি প্রার্থী। সোমবার তিনি বলেন, ‘ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওদিক থেকে শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে।’
আর সেই মন্তব্যের জন্য দিলীপকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, ‘দুর্যোগের খবর পেয়ে রবিবার রাতেই জলপাইগুড়ি ছুটে গিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিজেপির দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনার মধ্𒆙যেও মশকরার রসদ খুঁজে পেয়েছেন! তাঁর এই অমানবিক আচরণকে ধিক্কার। দিলীপবাবু, মানুষ কেন বারবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন, সেটা বুঝতে পারছেন তো? বাংলার মানুষই আপনাদের এই ঔদ্ধত্য, অমানবিকতার জবাব দেবেন।’
উল্লেখ্য, যে ঘটনা নিয়ে দিলীপ ‘মশকরা’ করেছেন, সেই ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে চারজনের। রবিবার বিকেলের দিকে জলপাইগুড়ির একাংশে প্রবল বেগে ঝড় ওঠে। লন্ডভন্ড হয়ে যায় ময়নাগুড়ির মতো এলাকা। ভেঙে পড়ে প্রচুর গাছগালা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের 💝বাড়ি। আহত হয়েছেন ১০০ জনের বেশি। সে✨ই পরিস্থিতিতে রবিবার রাতেই জলপাইগুড়িতে চলে যান মমতা। যে এলাকায় ঝড়ের তাণ্ডব চলেছে, তা পরিদর্শন করেন। ঘুরে দেখেন ত্রাণশিবির। প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মমতা।
মমতাকে নিয়ে ঠিক কী মন্তব্য করেছিলেন দিলীপ?
গত মঙ্গলবার দিলীপ বলেছিলেন, ‘বাংলা নিজের ভাইপোকে চায়। বিহার, উত্তরপ্রদেশ থেকে.....। দিদি গোয়ায় গিয়ে বলেন, আমি গ꧟োয়ার মেয়ে। ত্রিপুরায় (গিয়ে) বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।’ সেই বিষয়টি নিয়ে কমিশনের কাছে 𝓡অভিযোগ জানিয়েছিল তৃণমূল।