কংগ্রেসের লোকসভা ভোটের ইস্তাহারকে ‘মিথ্যার বান্ডিল’ বলে কটাক্ষ করল বিজেপিꦇ। তাদের দাবি, দলটি সরকারে থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটিই পূ🐽রণ করেনি।
বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শুক্রবার বলেন, ‘প্রধান বিরোধী দল, যাকে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয় এবং তারা বৃদ্ধ থেকে ক্রমশ বিস্মৃতির দিকে এগিয়ে যাচ্ছে,𒊎 আজ বলছে যে তারা ক্ষমতায় 💮এলে এটি এবং ওটা করবে।’
ত্রিবেদী বলেন, 'কংগ্রেসের আমলে মুদ্রাস্ফীতির হার সবচꦓেয়ে বেশি ছিল, অন্যদিকে বৃদ্ধির হার নেতিবাচক ছিল। বিজেপির আಌমলে কোভিড-১৯ মহামারীর সময় ছাড়া বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলাদের ৭৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আসন্ন নির্বাচনে জিতলে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করেছেন সুধাংশু ত্রিব𓂃েদী। তিনি বলেন, ‘ওরা মিথ্যা প্রতিশ্🌜রুতি দেয়, অন্য কিছু নয়।’
ইস্তাহারে বিদেশি ছবি ব্যবহার নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি নেতা বলেন, 'কংগ্রেসের ইস্তাহারে জল ব্যবস্থাপনা নিয়ে একটি ছবি রয়েছে। ছবিটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো নদীর। এখনও পর্যন্ত তাঁরা জানতে পারেননি তাঁদের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সনের টুইটার থেকে কে টুইট করছিল, কিন্তু কে পাঠিয়েছে এই ছবি? পরিবেশ বিভাগে রাহুল গান্ধীর পছন্দের গ𝓀ন্তব্য থাইল্যান্ডের একটি ছবি রাখা হয়েছে। কারা তাদের ইশতেহারে এসব ঢুকিয়ে দিচ্ছে?'
শুক্রবার বিꦓকেল পর্যন্ত কংগ্ꦐরেসের তরফে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দিল্লিতে অ🔥ল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সদর দফღতরে আসন্ন লোকসভা নির্বাচনের ইস্তাহার ঘোষণা করল কংগ্রেস। প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইস্তাহারটি প্রকাশ করেন। তাতে সামাজিক ন্যায়বিচারের প্রতি দলের দায়বদ্ধতার উপর জোর দেওয়া হয়েছে।
ইস্তাহারের শিরোনাম ছিল ‘ন্যায় পাত্র’। যার কেন্দ্রবিন্দু ছিল 'যুব ন্যায়', 'নারী ন্যায়', 'কিষাণ ন্যায়', 'শ্রম𝓡িক ⛄ন্যায়' এবং 'অংশীদারীর ন্যায়'।