আজ নির্বাচনী প্রচারের শেষ ঘণ্টা বাজতেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রকে আজ সন্ধ্যা থেকে ধ্যানে বসবেন তিনি। ১ জুন বিকেল পর্যন্ত চলবে সেই ধ্যান। তবে মোদীর এই 'মৌন ব্রত' যাতে খবরের চ্যানেলগুলি সম্প্রচার না করে, সেই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মোদীর এই ধ্যান কর্মসূচি সম্প্রচারিত হলে চতা ভোটারদের প্রভাবিত করতে পারে। এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হবে। (আরও পড়ুন: এখনও শেষ হয়নি লোকসভা ভোট, তার আগেই সম্প্রচার☂িত হল বাকি দꦑফার বুথ ফেরত সমীক্ষা!)
আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলায়🍌 BJP-র ফল নিয়ে 'বিস্ফোরণ' নড্ডার, অঙ্ক মিলল না শাহের সঙ্গে!
আরও পড়ুন: জয় নিয়ে🧜 নিশ্চিত NDA? মোদীর শপথের জন্য এ🦂বার ভাঙবে প্রথা! ১ মাস আগেই ঠিক হয় সবকিছু
প্রসঙ্গত, আগামী ১ জুন বাংলার ৯টি আশন সহ সারা দেশে ৫৭টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে রামকৃষ্ণ মিশন নিয়ে বাংলার রাজনৈতি𝔍ক মহলে জোর চর্চা চলেছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল মিশনকে নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন। পরে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর হামলা চালায় জমি দখলদাররা। সেই ঘটনায় পুলিশের ভূমিকা এবং হামলাকারীদের তৃণমূল যোগ নিয়ে সরব হয়েছিল বিজেপি। মোদীও বাংলায় এসে একাধিক জনসভায় মমতার বিরুদ্ধে সুর চড়ান এই ইস্যুতে। আর কলকাতায় রোড শো করার দিনে বাগবাজারে 'মায়ের বাড়ি' এবং সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে গিয়েছিলেন মোদী। এই পরিস্থিতিতে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, এই ধ্যান কর্মসূচির মাধ্যমে অনৈতিক ভাবে দেশের একটি নির্দিষ্ট স্থানের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: পর্নস্টারকে ঘুষকাণ্ডে কোণঠাসাꦉ ট্রাম্প নিজেকে তুলনা করলেন মাদার টেরিজার সঙ্গে!
এই আবহে কংগ্রেস দাবি জানিয়েছে, মোদীর এই মৌন ব্রতের কর্মসূচি যেন ভোটের ৪৮ ঘণ্টা আগের সময়কালে কোনও সংবাদমাধ্যমে দেখানো না হয়, বা এই সংক্রান্ত কোনও খবর সম্প্রচারিত না হয়। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, অভিষেক মনু সিংভি এবং নাসির হুসেন এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন। এছাড়াও তাঁদের অভিযোগ ছিল, বিগত কয়েকদিনে বিজেপি ২৭ বার আদর্শ আচরণবিধ🃏ি ভেঙেছে। এই নিয়ে অভিযোগ জানায় কংগ্রেস।
আরও পড়ুন: '...বিশ্বে কেউ গান্ধীকে চিনত না'༺, কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে ✃বিস্ফোরক দাবি মোদীর
রিপোর্ট অনুযায়ী, ৩০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে। জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রী মোদী প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছবেন এবং সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারী যাবেন। তাঁর অবতরণের আনুমানিক সময় বিকেল ৪টে ৩৫ মিনিট। তিনি কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করবেন এবং তারপর ধ্যানে বসবেন। ১ জুন বিকেল সাড়ে তিনটেয় কন্যাকুমারী থেকে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী ধ্যানের জন্য যে পাথরটি বেছে নিয়েছিলেন তা বিবেকানন🎃্দের জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল। বিবেকানন্দ সারা দেশ ঘুরে এখানেই এসেছিলেন। এখানে তিন দিন ধ্যান করেছিলেন। বলা হয়, এই পাথরে ধ্যান করার সময়ই উন্নত ভারতের জন্য একটি স্বপ্ন দেখেছিলেন তিনি। আবার পূরাণ মতে, এই স্থানেই ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন পার্বতী।