Lok Sabha Elections 2024 Vote Counting Live Updates: কোথাও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বনাম বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, আবার কোথাও কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বনাম রাজ্যের বিজেপি সভাপতি - লোকসভা নির্বাচনের ভোটগণনার-পর্বে হিন্দুস্তান টাইমস বাংলার এই লাইভ ব্লগে দুটি একদম হেভিওয়েট আসন আছে। প্রথমটি হল তিরুবনন্তপুরম। দ্বিতীয়টি হল ওয়েনাড। দুটি আসন থেকেই গতবার কংগ্রেস জিতেছিল। এবার কি ধারা অব্যাহত থাকবে? নাকি বিজেপি বাজিমাত করবে? তিরুবনন্তপুরম এবং ওয়েনাডের ভোটগণনার টাটকা আপডেট দেখে নিন এই লাইভ ব্লগে। সেইসঙ্গে উত্তর গোয়া, দক্ষিণ গোয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গণনার লাইভ আপডেট দেখে নিন।
লোকসভা কেন্দ্র | এগিয়ে/জয়ী (প্রার্থী ও দল) | পিছিয়ে/পরাজিত (প্রার্থী ও দল) | ব্যবধান |
---|
কোন কেন্দ্রে কে জিতলেন কত ব্যবধানে
Lok Sabha Elections 2024 Result LIVE: রাহুল, থারুরের জয়ের মার্জিন কত ছিল? বাকিদের কী হয়েছিল?
২০১৯ সালে ওয়েনাড থেকে ৪৩০,৪৩৭ ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। তিরুবনন্তপুরম থেকে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী শশী থারুর। তাঁর জয়ের মার্জিন🎃 ছিল ৯৯,৯৮৯। উত্তর গো✅য়া আসন থেকে ৮০,২৪৭ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী শ্রীপদ নায়েক। দক্ষিণ গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ৯,৭৫৫ ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী ফ্রান্সিসকো কাইতানো সারডিনহা। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১,৪০৭ ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী কুলদীপ রাই শর্মা।
Lok Sabha Elections 2024 Result LIVE: গণনা শুরু ৫ কেন্দ্রে
তিরুবনন্তপুরম, ওয়েনাড, উত্তর গোয়া, দক্ষিণ গোয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটগণনা শুরু হয়ে গেল। এই পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালে চারটিতেই জিতেছিল কংগ্রেস। এবারও কি সেই ধারা অব্যাহত রাখতে পারবে কংগ্রেস? নাকি গতবার যেখানে বিজেপি একটি আসনে আটকে ছিল, এবার সেটা পারবে? সেটা জানতে ভোটগণনার লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। আর রাহুল গান্ধীর অপর কেন্দ্র রౠায়বরেলিতে কী হচ্ছে, তা জানতে হিন্দুস্তা🍃ন টাইমস বাংলায় ক্লিক করুন।