তৃতীয় দফায় মাত্র চারটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট💜। শনিবার বামফ্রন্টের বৈঠকের শেষে মুর্শিদাবাদ, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর এবং বোলপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিমান বসু। তিনি জানান, চারটি আসনেই সিপিআইএম প্রার্থী দিয়েছে। কোনও শরিক দলের হাতে যায়নি ওই চারটি আসন। মুর্শিদাবাদ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে টিকিট দেওয়া হয়েছে। রানাঘাটে লড়াই করবেন প্রাক্তন সাংসদ। বোলপুরে প্রাক্তন বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে। সেইসঙ্গে বর্ধমান-দুর্গাপুর আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান। সেখানে একেবারে নয়া মুখ বেছꦚে নেওয়া হয়েছে।
তবে এখনও অনেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট নিয়ে জট আছে, তার জেরেই বামফ্রন্ট এখনও পর্যন্ত সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পার🎶েনি বলে মত রাজনৈতিক মহলের। ওই মহলের মতে, কংগ্রেসও ধীরে চলো নীতি নিয়েছে। আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর দু'দলের তালিকায় ‘হেভিওয়েট’ ডায়মন্ড হারবারের নাম নেই। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি বা আইএসএফও।
বামফ্রন্টের তৃতীয় দফার প্রার্থীতালিকা
১) মুর্শিদাবাদ: মহম্মদ সেলিম।
২) রানাঘাট: অলকেশ দাস।
৩) বর্ধমান-দুর্গাপুর: সুকৃতি ঘোষাল।
৪) বোলপুর: শ্যামলী প্রধান।
বাকি আসনে প্রার্থী ঘোষণা কবে?
শনিবার চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরে এবারের লোকসভা নির্বাচনের জন্য আপাতত মোট ২১টি কেন্দ্রে প্রার্থী দিল বামফ্রন্ট। কিন্তু বাকি আসনগুলিতে কী হবে? ভোট তো আর একমাসও বাকি নেই? বিষয়টি নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যানের যুক্তি, বামফ্রন্ট তো কোনও একটি দল নয়। তাই সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তাঁর কথায়, ‘সব আসনে প্রার্থীর নাম চূড়ান্ত﷽ করার জন্য এখনও আলোচনা চলবে। আলোচনার প্রয়োজন আছে। আলোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা লিস্ট ঘোষণা করতে পারছি না।’
আইএসএফের সঙ্গে এখনও জোট হয়নি কেন?
জোটের জট নিয়ে ঘুরিয়ে আ♚ইএসএফের দিকেই আঙুল তুলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমাদের আলোচনা হচ্ছে। আলোচনার পরে যা হচ্ছে, তা নিশ্চয়ই বলব। আইএসএফের সঙ্গে আমাদের এখনও কোনও বোঝাপড়া 𝐆হয়নি। আইএসএফ যদি বোঝাপড়ার জন্য আন্তরিক থাকে, তখন আলোচনার ভিত্তিতে যা নির্দিষ্ট হবে, তা জানানো হবে।'
আরও পড়ুন: Abhishek on PK: ‘ওভাররেট꧒েড🐽, ওভারহাইপড’, প্রশান্ত কিশোরকে নিয়ে ভিন্ন সুর অভিষেকের
সেইসঙ্গে তিনি বলেন, 'একটু সময় লাগবে। কারণ নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। আর শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত নির্বাচন হচ্ছে। ফলে সময় ༒আছে। একটি দফায় নির্বাচন হচ্ছে না। সাতটি দফায় নির্বাচন হচ্ছে। ফলে নির্বাচনের জন্য প্রচার করার জন্য পর্যাপ্ত সময় থাকবে, সেটা মাথায় রেখেই আমাদের বোঝাপড়া হবে।’
আরও পড়ুন: নির্বাচনে কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না, তৃণমূলের পা🐻ল্টা চিঠি কমিশনকে দিলেন রাজ্যপাল