রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুগামীরা অনেক সময়ই হোম, জজ্ঞ, পুজো করেন নিজের নেতা বা নেত্রীর মঙ্গল কামনার জন্যে। তবে সম্প্রতি কর্ণাটকে এক ব্যক্তি নরেন্দ্র মোদীর জয় কামনা করে মা কালীর সামনে নিজের আঙুলের বলি দেন। সেই কাটা আঙুল হাতে নিয়ে তিনি প্রার্থনা করেন, আবার যেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন। রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা ঘটানো ব্যক্তির বাম বর্ণেকর। তিনি কর্ণাটকের করওয়ার শহরের বাসিন্দা। নিজের বাড়িতে তিনি মোদীর একটি 'মন্দির' গড়েছেন। (আরও পড়ুন: চোখে কালশিটে🌟, ♓ঠোঁট কাটা! পাকিস্তানি ‘PUBG প্রেমিক’ সীমার এ কী হাল?)
আরও পড়ুন: ১৫ ব🅠ছর পর ফের লন্ডন পর্যন্ত ননস্টপ উড়ান চালু হতে পারে কলকাতা থেকে: রিপোর্ট
আরও পড়ুন: রাজ্যে মা🎐ত্র একজন CAA-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, বড়া দাবি CM-এর
রিপোর্টে দাবি করা হয়েছে, নিজের আঙুল কেটে ফেলে সেখানকার রক্ত দিয়ে দেওয়ালে মোদীর মঙ্গল কামনা করে বার্তা লেখেন বর্ণেকর। তাঁর কথায়, 'মোদী বাবা সবার চেয়ে মহান'। প্রসঙ্গত, আগে মুম্বইতে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতেন বর্ণেকর। এখন তিনি কর্ণাটকে নিজের বাড়িতে থাকেন। সেখানে বৃদ্ধা মায়ের দেখাশোনা করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও এই একই ধরনের 'বলি' দেওয়ার চেষ্ট করেছিলেন বর্ণেকর। তবে সেবারে তিনি ব্যর্থ হয়েছিলেন। তবে মোদীকে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসানোর 'তাগিদে' এবার আর তিনি ব্যর্থ হননি। (আরও পড়ুন: বাংলায় ไ১ নম্বর স্থান হারাবে তৃণমূল,😼 বলছেন প্রশান্ত কিশোর, কী বলছে মমতার দল?)
আরও পড়ুন: রাজ্যের কয়েক হাজার সর🅷কারি শিক্ষক💟ের কপালে 'দুর্ভোগ', বড় নির্দেশ হাই কোর্টের
আরও পড়ুন: রাজ্যের সরকারি কর্মীদের পেনশন নিয়ে বড় পর্যবেক্ষণ হাই কো𓄧র্টের, 💟জানুন বিস্তারিত
আরও পড়ুন: বাংলায় শিক্ষকের বেতন '১০০ দিনের কা💙জের' মজুরির থেকেও কম? ♒বিজ্ঞপ্তিতে বিতর্ক
এদিকে বর্ণেকরের এহেন কীর্তিতে মোটেও খুশি নন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। এই 💫প্রসঙ্গে কারওয়ারের স্থানীয় এক বিজেপি কর্মী জগদীশ নায়েক সংবাদমাধ্যমকে বলেন, 'এগুলো পাগলামি। এই সব না করে তিনি মানুষের কাছে গিয়ে এটা বোঝাতে পারেন যে মোদী সরকার কত কী ভালো কাজ করেছে।' এদিকে অপর এক বিজেপি নেতা নন্দ কিশোর বলেন, 'আমি হতবাক। আমি আবেদন করব, এই ধরনের কাজ 🎐যেন লোকে না করে। আমরা সবাই চাই মোদী জিতুক। কিন্তু মোদীর প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করার আরও অনেক উপায় আছে। এটা অন্তত সঠিক উপায় নয়।'